TEA VILLA Luxury Resort

Dhaka, Thursday   18 September 2025

সেং কুটস্নেম : খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায় উৎসব

খাসিয়াদের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতি প্রদর্শনের মধ্য দিয়ে হাসি-আনন্দে পুরনো দিনগুলিকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করে নেয়ার দিন খাসি সেন কুটস্নেম। ছবি- রণজিৎ জনি

খাসিয়াদের বর্ষবিদায় উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচগান, তেলযুক্ত একটি বাঁশে উঠে ওপরে রাখা মুঠোফোন গ্রহণ, দুটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তির–ধনুক খেলা, গুলতি চালানো, নিজস্ব ভাষায় গান। ছবি তোলেছেন- রণজিৎ জনি

বৃহত্তর সিলেটে ৮০টির মতো খাসিয়াপুঞ্জি রয়েছে। প্রতিটি খাসিয়াপুঞ্জির খাসিয়ারা কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির খাসি সেং কুটস্নেম, অর্থাৎ বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নেন। ছবি তোলেছেন- রণজিৎ জনি