Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ০৭:৩৩, ৭ আগস্ট ২০১৯
আপডেট: ০৭:৫৬, ৭ আগস্ট ২০১৯

বার্সায় ফিরতে হলে নেইমারকে মুখ ফুটে বলতে হবে : পিকে

‘আমি অনেক খুশি হব যদি ও আবারও বার্সেলোনায় ফিরে আসে। কিন্তু বার্সায় ও আসতে চায় কি না, এ ব্যাপারটা ওকেই মুখ ফুটে বলতে হবে। হ্যাঁ এটা সত্যি আমাদের সঙ্গে ওর নিয়মিত কথা হয়। কিন্তু আমাদের ব্যক্তিগত কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চাই না।'

স্পোর্টস ডেস্ক: নেইমার পিএসজি ছেড়ে আবারো ফিরতে চান বার্সায়। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে। পিএসজির জীবনযাত্রা নিয়ে হতাশ নেইমার। অন্যদিকে বার্সাও জানিয়েছে নেইমারকে আবারো দলে নেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। এরইমাঝে বার্সার ডিফেন্ডার স্প্যানিশ তারকা পিকে নেইমারের দলবদল নিয়ে নেইমারকেই মুখ খুলতে হবে এমনটা মনে করেন।

নেইমারের বার্সেলোনায় আসা-না আসা নিয়ে নাটক কম হচ্ছে না। মুখ ফুটে না বললেও, নিজের কাজকর্মে নেইমার বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন, বার্সেলোনায় ফিরে আসতে চান। কিন্তু এমন জটিল একটা দলবদল করতে চাইলে নেইমারকে নিজেই উদ্যোগী হয়ে কিছু বলতে হবে। না হয় লাভ হবে না। তাই ভবিষ্যৎ নিয়ে নেইমারের কথা বলার এখনই সময়—বলেছেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে।

পিকে নিজেও জানেন, নেইমারকে বার্সায় আনার ব্যাপারটা সহজ হবে না, ‘আসলে ব্যাপারটা (নেইমারের দলবদল) অনেক জটিল। সে পিএসজির খেলোয়াড়।’ এ জটিলতা কাটাতে নেইমারকেই উদ্যোগী হতে হবে বলে মনে করেছেন পিকে, ‘আমি অনেক খুশি হব যদি ও আবারও বার্সেলোনায় ফিরে আসে। কিন্তু বার্সায় ও আসতে চায় কি না, এ ব্যাপারটা ওকেই মুখ ফুটে বলতে হবে। হ্যাঁ এটা সত্যি আমাদের সঙ্গে ওর নিয়মিত কথা হয়। কিন্তু আমাদের ব্যক্তিগত কথাবার্তা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চাই না। ওকে নিজেই বলতে হবে ও কি চায়। না হয় লাভ হবে না।’

খেলোয়াড় হিসেবে নেইমারের যোগ্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই পিকের, ‘মাঠের ভেতরে ও বাইরে ও অসাধারণ। ও একজন তারকা। ও একজন দুর্দান্ত খেলোয়াড় যে বার্সেলোনার ড্রেসিং রুম, ক্লাব ও শহরটিকে অনেক ভালো জানে। তবে এটাও মানতে হবে ও যদি পিএসজি ছেড়ে আবারও এখানে আসতে চায় এটা অনেক জটিল একটা দলবদল হবে, আর এ জটিলতা কাটাতে ওকেই এগিয়ে আসতে হবে। ওকেই সিদ্ধান্ত নিতে হবে।’

আইনিউজ/এইচএ/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়