Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৭:৫১, ৭ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:৩৫, ৮ আগস্ট ২০১৯

কাশ্মীরি তরুণীর উৎকন্ঠা

নিজস্ব প্রতিবেদক : বাতিল করা হয়েছে ৩৭০ ধারা। কেড়ে নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা। এ অবস্থায় ক্ষুব্ধ ভুস্বর্গ খ্যাত ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির মানুষ। কড়া কারফিউ জারি থাকায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।

ভারতের অন্যান্য স্থান ও দেশের বাইরে অবস্থানরতরা যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যদের সাথে। উদ্বিগ্ন আর উৎকন্ঠার মধ্যে রয়েছেন তারা।

খুশবো ফাতেমা জম্মু-কাশ্মীর থেকে বাংলাদেশে এসেছেন লেখাপড়ার জন্য। তিনি বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট মেডিকেলে লেখাপড়া করছেন। তিনি আইনিউজকে বলেন, ‘জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকে কাশ্মীরকে অবরোধ করে রাখা হয়েছে। আমি ঢাকায় থাকি, কাশ্মীরে রয়েছেন আমার বাবা-মা ও দুই ভাই। তারা কি অবস্থায় আছে, কি করছে আমি জানি না। তিনদিন থেকে সবধরনের যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছে।

আমার বাবা-মা ভাইদের জন্য কষ্ট হচ্ছে। আমি খাওয়া-দাওয়া করতে পারছি না। ঘুমাতে পারছি না। আমিসহ আরো অনেক কাশ্মীরী ঢাকায় থাকি। আমরা বিপর্যস্ত, খুব অসহায় অবস্থার মধ্যে আছি, আমরা কিছু করতে পারছি না।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে খুশবো বলেন, ‘আপনাদের সকলের কাছে সাহায্য চাই, আমাদের দুরাবস্থার কথা উৎকন্ঠার কথা আপনারা তুলে ধরুন। আমাদের পরিবার, বাবা-মা ভাই-বোনদের রক্ষায় আপনারা সাহায্য করুন।

আমরা আমাদের পরিবারের সুরক্ষার দাবি তুলবো; অন্যায়ভাবে আমাদের অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদ করবো। আমাদের এই প্রতিবাদ আপনারা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরার অনুরোধ জানাচ্ছি। আমাদের এই দুঃসময়ে আপনাদের আামাদের পাশে চাচ্ছি।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশে অবস্থানরত সকল কাশ্মীরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বিকেলে প্রতিবাদ সামবেশ করে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়