Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৬:৩৪, ৯ আগস্ট ২০১৯
আপডেট: ১৬:৫০, ৯ আগস্ট ২০১৯

শেখ হাসিনার জন্য গরু কোরবানি দেবেন কৃষক

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে গরু কোরবানি দিচ্ছেন আবেদ আলী নামে এক কৃষক। কৃষক আবেদ আলী উপজেলার মাইলবাড়ীয়া ঢাকাপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিম উদ্দীন শেখের ছেলে। আবেদ আলী বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবাসি, জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিবো বলে নিয়ত করেছি।

‘আমি প্রকল্প থেকে ২০ হাজার টাকা ঋণ নেই, সেই টাকা থেকে ১৭ হাজার একশত টাকা দিয়ে একটি গাভী ক্রয় করি। আমি তখনই নিয়ত করেছিলাম গাভী থেকে যদি ৫ টি বাছুর হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিবো।‘
কৃষক আবেদ আলী ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে সচ্ছলতা ফিরিয়ে আনতে পেরেছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি প্রকল্প থেকে ২০ হাজার টাকা ঋণ নেই, সেই টাকা থেকে ১৭ হাজার একশত টাকা দিয়ে একটি গাভী ক্রয় করি। আমি তখনই নিয়ত করেছিলাম গাভী থেকে যদি ৫ টি বাছুর হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিবো।' তিনি জানান, ওই গাভী থেকে আজ পর্যন্ত ৫ টি বাছুর হয়েছে, এবং সেইগুলো থেকে আরো ৪ টি হয়েছে। বর্তমানে তার মোট ৯টি গরু রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য বর্তমান প্রায় ৬ লক্ষ টাকা। আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়