Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

প্রকাশিত: ১৫:৩৪, ১০ আগস্ট ২০১৯
আপডেট: ১৫:৩৪, ১০ আগস্ট ২০১৯

ধীরগতি থাকলেও যানজট নেই, ঈদযাত্রা স্বস্তিকর : ওবায়দুল কাদের

ঢাকা : কয়েকটি মহাসড়কে যানবাহনের ধীরগতি ছাড়া অন্য কোথাও যানজট নেই, তাই ঈদযাত্রা স্বস্তিকর হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়কে ধীরগতির কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। কিছুটা দুর্ভোগ থাকলেও আগের দুই দিনের তুলনায় আজকের ঈদযাত্রা মোটামোটি স্বস্তিদায়ক।

ওবায়দুল কাদের বলেন, সড়কে ধীরগতির কারণে সময়মত গাড়ি পৌঁছাতে পারছে না। কিছুটা দুর্ভোগ থাকলেও আগের দুই দিনের তুলনায় আজকের (১০ আগস্ট) ঈদযাত্রা মোটামোটি স্বস্তিদায়ক।

তিনি বলেন, যেটুকু দুর্ভোগ হচ্ছে তার জন্য সড়কের বেহাল দশা বা মন্ত্রণালয় ও সড়ক পরিবহন বিভাগের সমন্বয়হীনতা দায়ী নয়, সেজন্য দায়ী কোরবানির পশুবাহী যানবাহন। এছাড়াও টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ধীরগতির ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ঘরমুখো মানুষের বাড়ি পৌঁছাতে কোথাও কোথাও সমস্যা হচ্ছে।

ঈদে যাত্রীদের কাছে বিভিন্ন পরিবহনের বাড়তি ভাড়া আদায় করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের কাছে দিন। আমাদের মনিটরিং টিম কাজ করছে। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। শুক্রবার পর্যন্ত এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জনসাধারণকেও বলবো, বাড়তি ভাড়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে।’

এসময় বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতুল্লাহ, বিআরটিএ চেয়ারম্যান মো. মশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়