নিজস্ব প্রতিবেদক
ওসমানী মেডিকেলে দুই শিক্ষার্থীর ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
দিব্য সরকার। - ছবি : সংগৃহীত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার মামলায় প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে শাহপরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। গ্রেফতার দিব্য সরকার সিলেট নগরীর কাজলশাহ ৫২ নম্বর বাসার রমনীকান্ত সরকারের ছেলে। তিনি মহানগর ছাত্রলীগের কর্মী।
প্রসঙ্গত, ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার রাত থেকে সিলেটের প্রধান সরকারি চিকিৎসালয়ে আন্দোলন চলছে। ওই দিন রাতে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে পরদিন মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন স্থগিত করেন। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে পুলিশ ও হাসপাতাল প্রশাসন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতা হয়নি। তাদের অন্যান্য দাবি সংশ্লিষ্টরা মানলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ত মূল অভিযুক্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় তারা হাসপাতালের জরুরি সেবা ও হৃদরোগ বিভাগ ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ রাখেন।
এর ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা মেরে ক্লাস-পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। পরে তারা বিক্ষোভ করে দুপুর ১টার দিকে মেডিকেল রোড অবরোধ করেন। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। হাসপাতালের মূল ফটকও বন্ধ করে দেন তারা। তবে এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে মূল ফটক খুলে দেন। এ সময় কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এদিকে ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলা ও নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে আটজনকে আসামি করে মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়।
ওসমানী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ এবং ওসমানী মেডিকেল কলেজের পিএ-টু প্রিন্সিপাল ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদুল রশিদ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
- আরও পড়ুন: ‘সিলেটে ঘুষ ছাড়া সহজে কারো পাসপোর্ট হয়না’
দুই মামলার আসামিরা হলেন- দিব্য, আব্দুল্লাহ, এহসান, মামুন, সাজন, সুজন, সামি ও সাঈদ হাসান রাব্বি। আসামিদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
তাদের মধ্যে সোমবার রাতেই নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমদের ছেলে সাঈদ হাসান রাব্বি (২৭) ও কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে এহসান আহমদ (২২)-কে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। রাব্বি সিলেট মহানগরীর ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
ছাত্রলীগের জন্য পুলিশে চাকরির ‘তদবিরে’র সুযোগ চান এমপি জোহরা আলাউদ্দিন ।। Bangladesh Police Constable ।। Student League ।। EYE NEWS
হারানো বিড়াল লিওকে খুঁজে পেলেন জার্মান নারী জুলিয়া ।। German woman Julia finds lost cat Leo
মৌলভীবাজারে যন্ত্রসঙ্গীত উৎসবে সুরের মুর্ছনায় মাতলেন দর্শক ।। Instrumental music festival ।। EYE NEWS
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড় | মৌলভীবাজারের দর্শনীয় স্থান | Patharia Pahar | Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’