Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৬, ২৪ ডিসেম্বর ২০২৩

মঙ্গলবার থেকে বিএনপির ৩ দিনের কর্মসূচি 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- ভিডিও থেকে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি- ভিডিও থেকে

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী মঙ্গলবার থেকে আরও ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার (২৪ ডিসেম্বর) বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে রোববার একই কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ১২ দলীয় জোট। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে তারা। দলটির হয়ে প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এক বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোনো অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, নির্যাতন ও নিপীড়নকারীদের বর্জন করতে হবে। হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সাথে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়