আই নিউজ ডেস্ক
আপডেট: ১৫:২৪, ২০ আগস্ট ২০২৪
এইচএসসির বাকি পরীক্ষা পেছাল ২ সপ্তাহ, হবে অর্ধেক নম্বরে

ফাইল ছবি
নির্ধারিত ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সেইসঙ্গে বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নে নেওয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথমে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু করার পরিকল্পনা ছিল। তবে পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে এই সময়সূচি বাতিল হতে পারে। পরীক্ষার্থীরা এরই মধ্যে নেয়া পরীক্ষার ভিত্তিতে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন, কারণ আন্দোলনের ফলে অনেকে আহত হয়েছেন এবং পড়াশোনায় ক্ষতি হয়েছে।
সোমবার পরীক্ষার্থীরা এই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি পূরণ না হলে তারা মঙ্গলবার আবার আন্দোলন করবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে কয়েক দফায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর নিরাপত্তা ঝুঁকির কারণে তা পিছিয়ে ১১ সেপ্টেম্বর করা হয়েছিল। তবে এখন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবার নতুন করে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩