Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ অক্টোবর ২০২১
আপডেট: ১৫:৪৯, ১৭ অক্টোবর ২০২১

ফেসবুকে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করবেন যেভাবে

সময়ের সাথে ফেসবুকে হ্যাকারদের দৌরাত্ম বাড়ছে। প্রতিদিন অ্যাকাউন্ট হারাচ্ছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুকের বিশেষ ফিচার ‘টু স্টেপ ভেরিফিকেশন’ এর মাধ্যমে খুব সহজেই আপনার অ্যাকাউন্টকে নিরাপদ করতে পারেন।

ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকাউন্টের জন্য একটি উচ্চতর নিরাপদ ব্যবস্থা। এই ফিচার অ্যাকটিভ করলে আপনাকে মোবাইল ফোনে একটি মেসেজ আসবে। যেখানে একটি কোড থাকবে যা দিয়ে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।

এই ফিচার ব্যবহার করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-

মোবাইলে যেভাবে করবেন

১. প্রথমেই নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করুন।

২. সেটিংস অপশনে যান।

৩. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে ক্লিক করুন।

৪. সিকিউরিটি অ্যান্ড লগইন অপশনে আপনি চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ ইন উইথ ইওর প্রোফাইল পিকচার অপশন দেখতে পাবেন। তার নিচেই আছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন।

৫. এবার টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশনে ক্লিক করুন।

৬. ‘সিলেক্ট আ সিকিউরিটি মেথড’-এর নিচে ‘টেক্সট মেসেজ (এসএমএস)’ সিলেক্ট করুন।

৭. ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দিয়ে সিলেক্ট করুন ‘কন্টিনিউ’।

৮. ছয় অঙ্কের একটি কোড আপনার মোবাইল ফোন নম্বরে পাঠানো হলে সেটি টেক্সট বক্সে লিখুন এবং তারপর ‘কন্টিনিউ’ সিলেক্ট করুন।

৯. এভাবেই আপনার মোবাইল ফোনে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু হয়ে যাবে।

ব্রাউজারে যেভাবে করবেন

১. ‘সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে’ যান

২. স্ক্রল করে নিচে নেমে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ সিলেক্ট করে সেটাপ করুন

৩. সিকিউরিটি মেথড বাছাই করুন এবং কম্পিউটারের স্ক্রিনের নির্দেশনা মোতাবেক ভেরিফিকেশন করুন ফেসবুক অ্যাকাউন্ট।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়