Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১৭:৫৩, ৩০ জুন ২০২৫
আপডেট: ১৭:৫৬, ৩০ জুন ২০২৫

শিক্ষিত তরুণ কৃষি উদ্যােক্তা

কৃষিতে ঈর্ষণীয় সাফল্য, বছরে ৩০ লক্ষ আয়

আনারস হাতে শ্রীমঙ্গলের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা মো. আতর আলী। ছবি: আই নিউজ

আনারস হাতে শ্রীমঙ্গলের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা মো. আতর আলী। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনারস, লেবু, নাগা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা আতর আলী। কৃষিতে তার এমন সাফল্য দেখে এলাকার অনেক মানুষ উৎসাহিত হয়েছেন। কৃষি কাজের পাশাপাশি পড়াশোনা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত চার বছর ধরে নিজ জমিতে তিনি কৃষিকাজ করছেন।

সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামে “আতর আলী হর্টিকালচার এন্ড ফার্মে” গিয়ে দেখা যায়, দশ একর জমিতে আনারস, লেবু, নাগা মরিচ, কলা, পেয়ারা, পেঁপে, মালটা, ড্রাগন, লিচুসহ বিভিন্ন ফসল চাষ করেছেন। নিজ জমির ফল ও সবজি খেত থেকে সংগ্রহ করে বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করছেন এই তরুণ কৃষক। কীটনাশক মুক্ত হওয়ায় স্থানীয়দের কাছে তার উৎপাদিত ফলের চাহিদা রয়েছে অনেক। বর্তমানে আতর আলীকে দেখে আরও অনেক কৃষক পেয়ারা ও লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উদ্যােক্তা আতর আলী জানান, “চলতি বছরে নিজের জমিতে চাষকৃত লেবু ছয় লক্ষ টাকা, আনারস তিন লক্ষ টাকা, নাগা মরিচ ১২ লক্ষ টাকা, এবং অন্যান্য ফসল যেমন কলা, পেয়ারা, পেঁপে, লিচু মিলিয়ে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো ফসল বিক্রি করেছেন। তিনি সব মিলিয়ে প্রায় ২৭ লক্ষ টাকার মতো ফসল বিক্রি করেছেন। তাছাড়া নিজের খামার থেকে কোরবানির ঈদে  চার লক্ষ টাকার গরু বিক্রি করেছেন। বর্তমানে বাগানে এবং খামারে ১০ জন মানুষ কাজ করছেন। তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।”

আতর আলী বলেন, “আমি কয়েকবছর আগে লেখাপড়ার পাশাপাশি আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করি। ওই মৌলিক প্রশিক্ষণে আমার জীবনের প্রথম উদ্যোক্তা হবার স্বপ্ন দেখি। প্রশিক্ষণে বিভিন্ন জ্ঞান অর্জন করি। এর মধ্যে একটি ক্লাস ছিল, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের। ব্যাংক থেকে টাকা লোন নেওয়ার একটি পরামর্শ পেয়ে থাকি। আমি অনার্স শেষ করার পর চাকরির পেছনে না দৌড়িয়ে ব্যাংক থেকে ২ লক্ষ টাকা লোন নিয়ে একটি বাগান এবং গরু মোটা জাতকরণের একটি খামার তৈরি করি। এখন আমি নিজে স্বাবলম্বী হয়েছি এবং পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন আমি আমার বাগানে এগ্রো ট্যুরিজম করতে চাই। এতে করে আরো অনেক মানুষের কর্মসংস্থান করতে পারব এবং গরু ডেইরি ফার্ম করার পরিকল্পনা হাতে নিয়েছি।”

তিনি জানান, “আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশে সিলেট রেঞ্জের রেঞ্জ কমান্ডার এবং মৌলভীবাজার জেলার জেলা কমান্ড্যান্টের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় বাগান ও খামার শুরু করেন। এখন তিনি একন সফল কৃষি উদ্যােক্তা। তাছাড়া, কিছুদিন আগে ২৪-২৫ অর্থ বছরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ কৃষকের পুরস্কার পেয়েছেন। তিনি আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে গড়ে তুলেছেন “আতর আলী হর্টিকালচার এন্ড ফার্ম”। তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা হিসেবে কাজ করছেন।”

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মো. আলাউদ্দিন বলেন, “কৃষক আতর আলী শিক্ষিত তরুণ উদ্যােক্তা, সে আনসার ভিডিপিতে চাকুরির পাশাপাশি কৃষির বিভিন্ন ফসল চাষাবাদ করছে। তার জমিতে লেবু, আনারস নাগা মরিচসহ অন্যান্য ফসল আবাদ করে এবং আর্থিকভাবে সে খুবই লাভবান। তার কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে অনেক তরুণ কৃষকরা কৃষিকাজে মনোনিবেশ করছেন। আমরা চাই, তরুণ কৃষকরা কৃষিতে এগিয়ে আসুক এবং আমাদের শ্রীমঙ্গলে লেবু ও আনারসের ব্যাপক সম্ভাবনা রয়েছে। লেবু ও আনারস বা অন্যান্য ফসল যেগুলো রয়েছে, যদি সরকারি উদ্যােগে সংরক্ষণাগারের ব্যবস্থা করা যায় হয়তোবা এই ফসলগুলো দীর্ঘ মেয়াদে রেখে দেশের মানুষদের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা যাবে।”

আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়