Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১০ আগস্ট ২০২৫

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউস) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ছবি: আই নিউ

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউস) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। ছবি: আই নিউ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা সংসদের নেতৃবৃন্দের সাথে বালিশিরা ভ্যালির ৬৪টি চা বাগানের পঞ্চায়েত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১২ টার দিকে শহরের মৌলভীবাজার রোডস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউস) মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অবগত ও আলোচনা করা হয়।

বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ। এসময় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, বালিশিরা ভ্যালী সহ-সভাপতি সবিতা গোয়ালা প্রমুখ। এছাড়াও বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিপাক্ষিক চুক্তি চলতি বছরের ৭ অগাস্ট স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির বিষয়ে বালিশিরা ভ্যালি কর্তৃক আয়োজিত উক্ত ভ্যালির ৬৪টি চা বাগানের নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে পারস্পরিক আলোচনা করা হয়। এতে চা শ্রমিকদের মজুরি, বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিতি সকল প্রতিনিধি স্বাক্ষরিত চুক্তি বর্তমান দেশের ও চা বাগানের পরিস্থিতির উপর বিবেচনা করে সাদরে গ্রহন করা হয়, এবং ২০২৫-২০২৬ সালের চুক্তি নামা মালিক পক্ষের কাছে উপস্থাপনের প্রস্তাবিত করা হয়।

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ