Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৮ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩০, ১০ জানুয়ারি ২০২৬

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত। ছবি: আই নিউজ

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রহিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মো. আজিজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এ টি এম আনিসুর রহমান।

কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম, সম্পাদক তপন কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক ইনাম উল্ল্যা খান এবং কোষাধ্যক্ষ প্রণজিত দেব।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সম্পাদক প্রণবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক পালসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শতাধিক শিক্ষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কাউন্সিল অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইনাম উল্ল্যা খান ও উপজেলা কমিটির সদস্য আরফিন নাসরিন সিমি।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়