Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬,   মাঘ ১০ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৮, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৬:২০, ২৩ জানুয়ারি ২০২৬

বিদ্যা দেবীর আরাধনায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস, পূজা হচ্ছে ৩০টি মণ্ডপে

শিক্ষা, জ্ঞান ও বিদ্যার দেবীর আরাধনায় ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে উৎসব মুখর হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মোট ৩০টি মণ্ডপে চলছে পূজার সকল কার্যক্রম। সবার প্রত্যাশা, বিদ্যা দেবীর আশীর্বাদে জড়তা ও অজ্ঞতা কাটিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের আলোয় আলোকিত হওয়া।  
   
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই ভিড় জামাচ্ছেন পূজা মণ্ডপগুলোতে।
     
এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রঙিন আলোকসজ্জা, ফুল ও ব্যানারে সজ্জিত করা হয়েছে। সরস্বতী পূজাকে ঘিরে শাবিপ্রবি ক্যাম্পাসে তৈরি হয়েছে সম্প্রীতি, আনন্দ ও উৎসবের এক অনন্য পরিবেশ।     

পূজা উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে একটি, ২৮টি বিভাগের ২৬টি, কর্মকর্তা-কর্মচারীদের একটি, সনাতন বিদ্যার্থী সংসদেও একটি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের একটিসহ মোট ৩০টি পূজার আয়োজন করা হয়েছে।      
          
সকাল ৭টা প্রতিমা স্থাপন, সকাল ৮.১৫ মিনিটে পূজারম্ভ, ১০টায় পুষ্পাঞ্জলি অর্পণ করার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।   
             
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে তোলা মণ্ডপগুলোতে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখর হয়ে উঠেছে শাবিপ্রবি ক্যাম্পাস।

পূজা কমিটি সূত্রে জানা যায়, সনাতন বিদ্যার্থী সংসদ শাবিপ্রবি শাখা প্রথমবারের মতো ‘স্বাত্ত্বিক সরস্বতী পূজা সম্মাননা’ নামক একটি বিশেষ পুরস্কার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। কয়েকটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের এ সম্মাননা দেওয়া হবে।    
 
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রিতম রায় বলেন, সরস্বতী পূজা জ্ঞান, প্রজ্ঞা ও সৃষ্টিশীলতার মহিমা স্মরণ করার এক পবিত্র উপলক্ষ। বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদে আমাদের জীবন আলোকিত হোক জ্ঞানের আলোয় এই প্রত্যাশা। এই পূজার মাধ্যমে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে চিন্তা ও মননে শুদ্ধতা আসুক।

শাবিপ্রবি সরস্বতী পূজা উদ্যাপন কমিটির সভাপতি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন দেবনাথ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও বসন্ত পঞ্চমীতে ৩০টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল থেকেই আমাদের ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে চারিদিকে একটা আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরস্বতী পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টাবৃন্দসহ শিক্ষক-কর্মকর্তারা পূজা মণ্ডপ পরিদর্শন করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ধর্মীয় রীতিনীতি মেনে ‘স্বাত্ত্বিকভাবে’ পূজা উদ্যাপন করার।

সাগর শুভ্র/আইনিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়