শাবিপ্রবি প্রতিনিধি
সাস্ট ফিটনেস ক্লাবের অ্যাডহক কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সংগঠন 'সাস্ট ফিটনেস ক্লাবে' নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) প্রথম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করার পর এই ঘোষণা দেওয়া হয়।
নতুন এই অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন প্রথম কমিটির সভাপতি আবু রাকিব হাসান। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রথম কমিটির সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ সজিব এবং সদস্য হিসেবে আছেন সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
অ্যাডহক কমিটি দ্রুতই একটি সাধারণ সভার আয়োজন করবে এবং এর মাধ্যমে ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
একই দিন সকালে ক্লাবটি একটি বিশেষ 'ওয়াকাথন ইভেন্ট'-এর আয়োজন করে। যেখানে প্রায় ১০০ জন শিক্ষক, শিক্ষার্থী ও স্বাস্থ্য সচেতন মানুষ অংশগ্রহণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, শারীরিক শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর ও ক্লাবের উপদেষ্টা ড. মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং মো. রাশিদুল হাসানসহ ক্লাবের ফাউন্ডিং সদস্যরা।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩