Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৩ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ২৫ জানুয়ারি ২০২৬

লাউয়াছড়া বনে সড়ক দুর্ঘটনায় শিশু বানরের মৃত্যু, মা বানরের আর্তনাদ

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল–কমলগঞ্জ সড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় একটি শিশু বানরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একদল বানর রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি একটি শিশু বানরকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় বানরটি।

দুর্ঘটনার পর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু বানরটির মৃত্যুর পর মা বানরটি করুণ আর্তনাদে গাছের এক ডাল থেকে অন্য ডালে লাফাতে থাকে। তার সেই শোকাবহ আচরণ উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়ক ও রেলপথ দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা এবং একাধিক গতিরোধক থাকা সত্ত্বেও অনেক চালক নির্ধারিত গতিসীমা (ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার) অমান্য করে যানবাহন চালান। ফলে প্রায় সময়ই চশমা পরা হনুমান, বানর, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এক কর্মকর্তা বলেন, “আমরা বারবার চালকদের সচেতন করার চেষ্টা করছি। কিন্তু বনের ভেতরে গাড়ির গতি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা গেলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা কঠিন।”

এ বিষয়ে লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন বলেন, “দ্রুতগতির গাড়ির ধাক্কায় শিশু বানরটির মৃত্যু হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত বানরটির মরদেহ উদ্ধার করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবেশবাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা অথবা বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, বনের ভেতরের এই সড়কে যদি কঠোরভাবে গতি নিয়ন্ত্রণ ও নজরদারি না করা হয়, তবে অচিরেই লাউয়াছড়া তার সমৃদ্ধ জীববৈচিত্র্য হারানোর ঝুঁকিতে পড়বে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়