Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২১, ২১ আগস্ট ২০২৫

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ  

নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা।

নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাস্ট’- কর্তৃক জেলার নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনে আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের ভিত্তিতে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। 

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাগর হাসান শুভ্র। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী হরিবক্ত অধিকারী প্রান্ত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান শেষে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফকর উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য সাবেক কমিটির সভাপতি সাদিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। 

নবীনবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের অফিসার ইনচার্জ মো. রেজাউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা শরিফ আহমেদ এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা (জনসংযোগ) জুনেদ আহমেদ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “বাবা-মায়ের স্বপ্ন পূরণে পড়াশোনায় মনোযোগী হতে হবে। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং আধুনিক যুগে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এগিয়ে যেতে হবে।”

আংশিক কমিটি অন্য সদস্যরা হলেন, সহসভাপতি হিসেবে মলয় ব্যানার্জী, হীরা আক্তার, শোয়াইব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হৃদয় আহসান, সাইফুর রহমান হিমন ও আবুল হাসনাত, সহ-কোষাধ্যক্ষ হিসেবে জামান ও জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি দাস, বিশ্বজিৎ ও আবুল কাশেম, দপ্তর সম্পাদক হিসেবে সনি শাহ, সহ-দপ্তর সম্পাদক হিসেবে নাহিদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান মিজান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ঝুমুর রায়, প্রচার সম্পাদক হিসেবে আকাশ দাস, সহ-প্রচার সম্পাদক হিসেবে লিয়ন চৌধুরী, ক্রীড়া সম্পাদক হিসেবে ধ্রুব সরকার, সহ-ক্রীড়া সম্পাদক রনি কুমার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দেবলিনা দৃষ্টি ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে অনিক দাসকে মনোনীত করা হয়েছে।

সাগর/আইনিউজ


 
 

Green Tea
সর্বশেষ