Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ১ আগস্ট ২০২৫

শাবির ‘সঞ্চালন’র সভাপতি রিফাত সম্পাদক অমিত 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রক্তদানমূলক সংগঠন ‘সঞ্চালন’ এর ১৭ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো. রিফাত ইসলাম  ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী অমিত সরকার মনোনীত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের ৪০০১ নম্বর রুমে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি আজ সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় । 

কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নুপুর খানম, সহ-সভাপতি জিন্নাতি সিদ্দিকা, মো. ইশফাক আলী, দীপংকর রায়, সহ-সাধারণ সম্পাদক মোছা. মোস্তফা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানজিবুর রহমান শিবলু, সহ-সাংগঠনিক সম্পাদক রিত্তিক পাল, কোষাধ্যক্ষ আফসারা তাসনিম ইশিতা, সহ-কোষাধ্যক্ষ মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক জাকির হোসাইন তামিম, সহ-দপ্তর সম্পাদক সামিহা তাসনীম ইউশা, রক্তদান সমন্বয়ক উম্মে সাদিয়া রেশমী, সহ-রক্তদান সমন্বয়ক মিটু দাস এবং সামিরা নওশিন শুভ্রা।

এছাড়া নতুন এই কমিটিতে  প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া বিনতে আবেদীন , সহ-প্রচার সম্পাদক নুসরাত জাহান সামিহা, সহ-প্রকাশনা সম্পাদক মো: তৌফিক মিয়া, ফান্ড রাইজিং সম্পাদক তাহরিনা আক্তার জৌতি, সহ-ফান্ড রাইজিং সম্পাদক অন্তু গোপ্, ভুবনজয় সরকার, মহিলা সম্পাদক ইসরাত জাহান, সহ-মহিলা সম্পাদক ইসরাত জাহান নূর, রাইসা ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক ত্রেয়া দেবনাথ, সাবিরা আক্তার প্রিয়ংকা, তথ্য প্রযুক্তি মো: মুহিবুর রহমান, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মো: শয়ন মিয়া।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন বিপ্লব পাল, বিশাল চন্দ্র দাস, কনক কুমার রায়,ফয়সাল আহমেদ, রাজ উদ্দিন, চয়ন সরকার, জোবায়ের আহমেদ।

 


 

Green Tea
সর্বশেষ