Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৩১ জানুয়ারি ২০২৬

রিয়াল মাদ্রিদের সামনে সেই বেনফিকা

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে আবার মুখোমুখি

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিসবনে সেই নাটকীয় হারের স্মৃতি এখনও টাটকা। লিগ পর্বের শেষ ম্যাচে গোলরক্ষকের শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে অবিশ্বাস্যভাবে প্লে-অফ নিশ্চিত করেছিল বেনফিকা। সেই ক্ষতের রেশ কাটতে না কাটতেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ড্রয়ে আবারও দুই পরাশক্তিকে মুখোমুখি দাঁড় করাল ভাগ্য।

শেষ ষোলোয় জায়গা করে নিতে প্লে-অফের বাঁচা-মরার লড়াইয়ে এবার রিয়াল মাদ্রিদকে খেলতে হবে সেই পরিচিত প্রতিপক্ষ বেনফিকার বিপক্ষেই।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে-অফ ড্র। নতুন ফরম্যাটের এই আসরে লিগ পর্বে ৯ম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফে অংশ নিচ্ছে। দুই লেগের এই লড়াইয়ে জয়ী ৮টি দল লিগ পর্বের শীর্ষ ৮ দলের সঙ্গে যোগ দেবে শেষ ষোলোর মঞ্চে।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র (দুই লেগ)
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ

মোনাকো বনাম পিএসজি

গ্যালাতাসারাই বনাম জুভেন্টাস

বরুশিয়া ডর্টমুন্ড বনাম আটালান্টা

ক্লাব ব্রুগ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ

অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন

কারাবাগ বনাম নিউক্যাসল ইউনাইটেড

বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান

আগামী ফেব্রুয়ারিতে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই প্লে-অফ ম্যাচগুলো। দুই লেগ মিলিয়ে যারা জয়ী হবে, সেই ৮টি দলই জায়গা করে নেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পর্বে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়