আই নিউজ ডেস্ক
মাত্র পাঁচ হাজার টাকায় বিয়ের আগে ত্বক-চুলের সম্পূর্ণ যত্ন
ছবি: সংগৃহীত
ভরা বিয়ের মরশুম। এই সময়টায় কনের সাজে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ত্বক ও চুলের পরিচর্যা। কিন্তু প্রতি মাসে নিয়ম করে স্যালোঁতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই বলে কি বিয়ের আগে নিজেকে ঝলমলে করে তোলা যাবে না? অবশ্যই যাবে। সঠিক পরিকল্পনা আর স্মার্ট যত্নেই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই বিয়ের আগে ত্বক ও চুলের প্রয়োজনীয় পরিচর্যা অনায়াসে সেরে ফেলা সম্ভব।
ক্লিনজিং-টোনিংয়ে কোনো আপস নয়
মনে রাখতে হবে, যত ভালো মেকআপই করা হোক না কেন, সুস্থ ত্বকের ভিত্তি গড়ে ওঠে নিয়মিত ক্লিনজিং ও টোনিংয়ের মাধ্যমে। তাই ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের একটি ক্লিনজার ও টোনার বেছে নিন। প্রতিদিন সকালে একবার ও রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার নিয়ম করে এগুলো ব্যবহার করুন। এতে ত্বক থাকবে পরিষ্কার ও সতেজ।
ময়শ্চারাইজিংয়ে ফিরবে ত্বকের জেল্লা
ক্লিনজিং ও টোনিংয়ের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ময়শ্চারাইজিং। ত্বককে আদ্র ও প্রাণবন্ত রাখতে প্রয়োজন ভালো কোনো ব্র্যান্ডের সিরাম বা ময়শ্চারাইজার। নিয়াসিনামাইড কিংবা হায়ালুরনিক অ্যাসিডসমৃদ্ধ সিরাম ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা দ্রুতই চোখে পড়বে।
প্রয়োজনীয় স্যালোঁ পরিষেবায় বাজেট প্যাকেজ
বিয়ের আগে থ্রেডিং, ফেশিয়াল, ওয়াক্সিং ও হেয়ার স্পা- এই পরিষেবাগুলো কনের সাজে বেশ গুরুত্বপূর্ণ। বাজেটফ্রেন্ডলি স্যালোঁতে প্যাকেজ অফারে এই সব পরিষেবা একসঙ্গে নিলে খরচ কমে আসে অনেকটাই। এতে ত্বক ও চুল দুটোই পাবে প্রয়োজনীয় যত্ন।
নখের যত্নেও নজর দিন
কনের সাজে নখের সৌন্দর্যও কম গুরুত্বপূর্ণ নয়। বর্তমানে নেল জেল পলিশ বা নেল এক্সটেনশন বেশ জনপ্রিয় হলেও বাজেটের কথা ভেবে চাইলে মিনিমাল নেল ডিজাইন বেছে নিতে পারেন। ব্রাইডাল মেহেন্দি ও পোশাকের সঙ্গে মানানসই একরঙা বিশেষ করে লাল বা কাছাকাছি শেডের নেল পলিশ ব্যবহার করলে খরচও কম হবে, আবার সাজও হবে পরিপাটি ও রুচিশীল।
অল্প খরচে, সঠিক পরিকল্পনা ও নিয়মিত যত্নেই বিয়ের আগে নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসী করে তোলা সম্ভব। জীবনের বিশেষ দিনের আগে নিজেকে সাজিয়ে তুলুন বুদ্ধিদীপ্তভাবে সাধও পূরণ হবে, সাধ্যের মধ্যেই।
ইএন/এসএইচএ
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























