সংগ্রাম দত্ত
আপডেট: ১৬:১৮, ৭ জানুয়ারি ২০২৬
চা-বাগান পেরিয়ে আইনসভা: জীবন সাঁওতালের গল্প
ব্রিটিশ আমলের আসাম আইনসভার এমএলএ জীবন সাঁওতালের বর্তমান বংশধরদের বাড়ি। ছবি: আই নিউজ
ব্রিটিশ ভারতে তৎকালীন দক্ষিন শ্রীহট্ট মহকুমা (বর্তমান মৌলভীবাজার জেলা) এর শ্রীমঙ্গল থানা শহরের পূর্বাশা আবাসিক এলাকার এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে একটি সাধারণ বাড়ি—যে বাড়িটি একসময় ছিল জীবন সাঁওতালের। তিনি ছিলেন মাজডিহি চা-বাগানের সরদার, একজন শ্রমিক নেতা, শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ব্রিটিশ ভারতের আসাম প্রাদেশিক পরিষদের নির্বাচিত এমএলএ। চা শ্রমিক আন্দোলনের ইতিহাসে তাঁর নাম অমর হলেও স্বাধীনতার পর থেকে তাঁর পরিচয় প্রায় বিস্মৃত হয়ে গেছে।
প্রারম্ভিক জীবন ও চা-বাগানের জীবন
জীবন সাঁওতাল জন্মগ্রহণ করেন ২০শ শতকের প্রথমার্ধে দক্ষিণ শ্রীহট্টের মাজডিহি চা-বাগানে। তিনি সাঁওতাল জনগোষ্ঠীর সন্তান, যারা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ব্রিটিশ শাসনামলে বিহার ও ছোটনাগপুর থেকে আনা শ্রমিকদের মতোই তাঁর পরিবার কঠোর শ্রম, সীমিত মজুরি এবং সামাজিক বঞ্চনার মধ্য দিয়ে জীবন কাটিয়েছে।
পরিস্থিতি কঠোর হলেও জীবন সাঁওতাল মাজডিহি চা-বাগানের শ্রমিকদের মধ্যে স্বাভাবিকভাবে নেতৃত্বের গুণাবলি বিকাশ করলেন। সরদার হিসেবে তাঁর সাহস, সততা ও নৈতিকতা তাঁকে শ্রমিকদের আস্থা ও সমর্থনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। তবে শ্রমিকদের অধিকার আদায়ের তাঁর সংগ্রাম চা-বাগান কর্তৃপক্ষের রোষানলে ফেলেছিল এবং শেষ পর্যন্ত তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
পূর্বাশায় নতুন অধ্যায়
চাকরি হারানোর পর জীবন সাঁওতাল শ্রীমঙ্গলের পূর্বাশা আবাসিক এলাকায় বিপুল জমি ক্রয় করে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই জমি পরবর্তীতে তাঁর পরিবার ও উত্তরসূরিদের জন্য এক মূল্যবান ঐতিহ্য হিসেবে রয়ে যায়। তার একমাত্র পুত্র, কৃষ্ণ সাঁওতাল, জীবন সাঁওতালের মৃত্যুর পর জমির দায়িত্ব গ্রহণ করেন। সময়ের সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাঁওতাল কিছু অংশ বিক্রি করলেও কয়েক শতক জমি তিনি সন্তান ও নাতি-নাতনিদের জন্য রেখে যান। কৃষ্ণ সাঁওতাল ২০০৭ সালে এবং তাঁর স্ত্রী ২০১৭ সালে মৃত্যুবরণ করেন। বর্তমানে তাঁদের সন্তান-সন্ততিরা এই জমিতে নির্মিত বাড়িতে নীরবে বসবাস করছেন।
শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা ও নেতৃত্ব
ভারতভাগের পূর্বে জীবন সাঁওতাল তৎকালীন কংগ্রেস নেতা পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত ও নিকুঞ্জ চৌধুরীর সঙ্গে যৌথভাবে শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের লক্ষ্য ছিল শ্রমিকদের সংগঠিত করে ন্যায্য মজুরি, মানবিক কর্মঘণ্টা, উন্নত আবাসন ব্যবস্থা এবং শ্রমিক সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করা।
৩ জুন ১৯৪৮ সালে কুলাউড়ায় তিনি শ্রীহট্ট চা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা তৎকালীন প্রখ্যাত সর্বভারতীয় কংগ্রেস ও শ্রমিক নেতা পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা পূর্ণেন্দু কিশোর সেনগুপ্ত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, তাঁর সঙ্গে ছিলেন এমএলএ জীবন সাঁওতাল (সহ-সভাপতি), নিকুঞ্জ বিহারী চৌধুরী (সাধারণ সম্পাদক) এবং দুর্গেশ দেব (সাংগঠনিক সম্পাদক)। এটি পরবর্তীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নামে পরিচিত হয়, যা আজও দেশের প্রায় সাত লক্ষাধিক চা শ্রমিকের প্রতিনিধিত্ব করছে।
রাজনীতিতে পদার্পণ
১৯৪৬ সালে ভারতীয় কংগ্রেসের টিকেটে জীবন সাঁওতাল আসাম প্রাদেশিক পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে শ্রীমঙ্গল আসন থেকে বিজয়ী হন। এমএলএ নির্বাচিত হওয়ার পরও তিনি চা-বাগানের শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অক্লান্তভাবে কাজ করেন। তিনি ন্যায্য মজুরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রজন্মগত দাসত্বের অবসানের জন্য অ্যাসেম্বলি-এ আন্দোলন চালিয়েছেন।
ভারতভাগের পর ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে পুনঃনির্বাচিত হন। প্রখ্যাত রাজনীতিবিদ এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন এই জোটে তিনি চা শ্রমিক, সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর বিরল প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আন্দোলনের স্তব্ধতা ও অবমূল্যায়িত ইতিহাস
১৯৬০ সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের নির্দেশে সমস্ত ট্রেড ইউনিয়ন কার্যক্রম বন্ধ হয়ে যায়। জীবন সাঁওতাল ধীরে ধীরে জনজীবন থেকে সরে যান এবং তাঁর অবদান ক্রমে শ্রমিক আন্দোলনের রেকর্ড থেকে মুছে যায়।
দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন তাঁর কোনো ছবি, লিখিত ইতিহাস বা পরিবার সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে পারেনি। বর্তমান নেতৃত্বও তাঁর উত্তরসূরির অবস্থান সম্পর্কে নিশ্চিত নয়।
বিস্মৃত নায়কের গল্প
জীবন সাঁওতালের জীবনগাথা অসাধারণ রূপান্তরের সাক্ষ্য। চা-বাগানের শ্রমিক জীবন থেকে উঠে এসে তিনি জাত, শ্রেণি ও ঔপনিবেশিক শাসনের বাধা ভেঙে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু একজন শ্রমিক নেতা বা রাজনীতিবিদ নন, তিনি ক্ষমতাহীন মানুষের সঙ্গে ক্ষমতার কেন্দ্রে সেতুবন্ধন ছিলেন। তাঁকে স্মরণ করা মানে শুধুই এক বিস্মৃত নেতাকে সম্মান জানানো নয়, এটি চা শ্রমিকদের দীর্ঘ সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে পুনরুদ্ধার করার একটি প্রয়াস।
ইএন/এসএইচএ
- বাংলাদেশে শিশু শ্রম: কারণ ও করণীয়
- পনেরো আগস্ট পরবর্তী রাজনৈতিক দ্বন্ধ
মোশতাক বললেও মন্ত্রীদের কেউ সেদিন বঙ্গবন্ধুর লাশের সঙ্গে যায়নি! - ২০২৩ সালে কী সত্যিই ভয়াবহ দুর্ভিক্ষ আসছে?
- করোনা যেভাবে চিকিৎসকদের শ্রেণীচ্যুত করলো
- চতুর্থ শিল্প বিপ্লবের সমস্যা এবং সম্ভাবনা
- ফিলিস্তিনে প্রাণ হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুকুর স্থানান্তরকরণ ও ভবিষ্যৎ
- শরীফার গল্প পড়তে আমাদের এতো কেন সমস্যা?
- মহান মুক্তিযুদ্ধে বিদেশী গণমাধ্যমের ভূমিকা
- রেমডেসিভির একটি অপ্রমাণিত ট্রায়াল ড্রাগ

























