Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ১২ আগস্ট ২০২৫
আপডেট: ০০:৩৩, ১২ আগস্ট ২০২৫

মোতাহের-মেহেদীর নেতৃত্বে শাবির রসায়ন সমিতির নতুন পথচলা

ছবি: বায়ে ভিপি ডানে জিএস।

ছবি: বায়ে ভিপি ডানে জিএস।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোতাহের হোসেন তাইসির এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ হিসেবে সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম ও প্রভাষক মো. ইমরান হোসেন মনোনীত হয়েছেন।

রবিবার (১০ আগস্ট) আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী, রসায়ন সমিতির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. শিশির কান্তি প্রামানিক, সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম, সহযোগী অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন চৌধুরী এবং প্রভাষক মো. ইমরান হোসেন।

নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ইয়াকুব ভুইয়া, প্রচার সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী ও সহ-প্রচার সম্পাদক অনুরাগ সাহা অর্পণ, ক্রীড়া সম্পাদক মো. মেহেরাব হোসেন রাশেদ ও সহ-ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতি সম্পাদক দিব্য রাজ দে ও সহ-সাংস্কৃতি সম্পাদক মারিয়া জান্নাত শেখা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. তানভির শাহরিয়ার নির্বাচিত হয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনিছা রহমান, রিমকাতুল রাশেদ অথৈ, মোছা. তাবাসসুমা আখতার, মো. সাকিব হাসান, মো. মিনহাজুল মুনতাসির আশিক ও জোবায়ের আহমেদ।

কমিটি প্রদানকালে বিভাগীয় প্রধান ও সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের বলেন, সমিতির গত কমিটি যেভাবে সফলতার সাথে কাজ করে গেছে সেই উদ্যমে আরো ভালো করে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাগর/আইনিউজ

Green Tea
সর্বশেষ