Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬,   পৌষ ৩০ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪২, ১৩ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গল পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার

পুলিশের অভিযানে আটক ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ছবি: আই নিউজ

পুলিশের অভিযানে আটক ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ দেলোয়ার হোসেন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ৮টি সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬)। তিনি শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া এলাকার পুরানগাঁও গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত এ আসামিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মোট ৮টি সাজা ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ৭টি সিআর (ক্রিমিনাল রেকর্ড) ওয়ারেন্ট এবং ১টি জিআর (জেনারেল রেজিস্টার) ওয়ারেন্ট অন্তর্ভুক্ত।

পুলিশ আরও জানায়, আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নিজের পোশাক, পেশা ও বাহ্যিক রূপ পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়