Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ১৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

জিম্বাবুয়েকে ২০৪ রানে বিধ্বস্ত করল ভারত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্বে পাকিস্তানের পর বড় জয় তুলে নিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ২০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতীয় যুব দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ভারত। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভিহান মালহোত্রা। তিনি ১০৭ বল মোকাবিলা করে ৭টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০৯ রান করেন। এছাড়া বৈভব সূর্যবংশী মাত্র ৩০ বলে ৫১ রান এবং অভিজ্ঞান কুন্ডু ৬২ বলে করেন ৬১ রান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। পুরো দল গুটিয়ে যায় ৩৭.৪ ওভারে মাত্র ১৪৮ রানে। দলের পক্ষে একমাত্র উজ্জ্বল ছিলেন লেরয় চিওলা। তিনি ৭৭ বল খেলে ৬২ রান করেন। তবে অন্য কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

ভারতের বোলারদের মধ্যে উদব মোহন ও আয়ুশ এমহাত্রে ছিলেন সবচেয়ে সফল। দু’জনেই শিকার করেন ৩টি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে সুপার সিক্স পর্বে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়