Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬,   মাঘ ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬

সারাদেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণে দেখা গেছে, দেশের অধিকাংশ আকাশ পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের কয়েকটি উপজেলার ওপর হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুক্রবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার রাতে দেশের বেশিরভাগ জেলা কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা দিতে পারে। পাশাপাশি সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় রাত ১২টার পর থেকে সকাল ৭টার মধ্যে হালকা কুয়াশার আশঙ্কা রয়েছে।

আগামীকাল শনিবার সকাল ৯টার আগেই দেশের বেশিরভাগ জেলার ওপর সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা।

শৈত্যপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি
আগামীকাল শনিবার সকাল ৬টার দিকে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ; খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ; এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

অন্যদিকে, দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির আভাস
এদিকে আবহাওয়া বিশ্লেষণে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (১ থেকে ৫ তারিখের মধ্যে) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়