Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

হেলাল আহমেদ, আই নিউজ

প্রকাশিত: ১৬:৪৫, ১২ জুন ২০২৩
আপডেট: ২১:২৭, ১২ জুন ২০২৩

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল এর জন্য কেটেছে অপেক্ষার প্রহর। ১২৬টি কেন্দ্রের মধ্যে ১২৬টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।প্রাথমিকভাবে আসা তথ্য অনুযায়ী বরিশালে মেয়র নির্বাচিদ হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবত। 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১২৬ কেন্দ্রের মধ্যে ১২৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৭৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাথা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম পেয়ছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট। ভোটের ব্যবধান ৫৩ হাজার ৪০৮।

সোমবার (১২ জুন) সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় বরিশাল সিটি কর্পোরেশনে। বেলা বাড়ার সাথে কয়েকটি জায়গায় নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্রে অস্থিতিশীল ঘটনা ঘটে। কিছু বিচ্ছিন ঘটনা ছাড়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন খুব সুন্দর, সুষ্ঠু ও অবাধভাবে হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। 

বরিশাল সিটির ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্র সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। হাতপাখার প্রার্থী ফয়জুল করীমের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। এসময় হাতপাখা মার্কার ৪ সমর্থক আহত হন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইসি। 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী কামরুল আহসান রুপনও। 

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল কখন জানা যাবে এ সম্পর্কে এখনি নির্বাচন কমিশন থেকে কিছু জানানো হয় নি। ভোটগণনা শেষ হলে নির্বাচনের ফলাফল জানা যাবে। 

বরিশাল সিটি কর্পোরেশনে যারা প্রার্থী ছিলেন
এ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতজন মেয়র প্রার্থী ছাড়াও ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ভোটে লড়ছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী।

আই নিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়