Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৮ জানুয়ারি ২০২৬,   মাঘ ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ১৭ জানুয়ারি ২০২৬

সারাদেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রাপ্ত চিত্রে দেখা গেছে, বাংলাদেশের ৬৪টি জেলার কোথাও উল্লেখযোগ্য মেঘের উপস্থিতি নেই। আবহাওয়ার এই চিত্র অনুযায়ী, আজ রাতে দেশের বেশিরভাগ জেলা কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার দুপুরে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানিয়েছেন।

তবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা দিতে পারে। একইসঙ্গে সিলেট ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল রোববার সকাল ৯টার আগেই দেশের বেশিরভাগ জেলার ওপর সূর্যের আলো দেখা যেতে পারে।

শৈত্যপ্রবাহ আপডেট
আগামীকাল রবিবার সকাল ৬টার দিকে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর শীতল আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ; খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ; এবং রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী সোমবার সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর আবারও মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়