স্পোর্টস ডেস্ক
ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যেতে অনুমতি সরকারের
ছবি: সংগৃহীত
নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল পাঠানোর সিদ্ধান্ত বাতিল করে সরকার। তবে একই সময়ে দিল্লিতে আয়োজিত এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুটিং দলের ভারত সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে মনে করছে সরকার। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ দলের সদস্য সংখ্যা খুবই কম একজন খেলোয়াড় ও একজন কোচ। স্থানীয় আয়োজকেরাও আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। সব দিক বিবেচনায় নিয়েই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’
এই সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।
নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকার কারণে রবিউল ইসলাম ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা গ্রহণ করতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
রবিউল ইসলাম জানান, প্রতিযোগিতার জন্য অস্ত্র ও গুলি বহন করতে হয়, যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনও প্রয়োজন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে যুব ও ক্রীড়াসচিব বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিও দেওয়া হয়েছে।’
ইএন/এসএইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা

























