নিজস্ব প্রতিবেদক
সারাদেশের কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।
জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় প্রাপ্ত চিত্রে দেখা গেছে, বাংলাদেশের ৬৪টি জেলার কোথাও মেঘের উপস্থিতি নেই। তবে আজ রাতে রংপুর, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার রাতে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা এবং রাজশাহী বিভাগের লালমনিরহাট, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার ওপর হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টার আগেই দেশের অধিকাংশ জেলার ওপর সূর্যের আলো দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
শৈত্যপ্রবাহের আপডেট
আগামীকাল মঙ্গলবার সকাল ৬টার সময় রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ৩ থেকে ৫টি জেলার ওপর শৈত্যপ্রবাহজনিত তাপমাত্রা বিরাজ করতে পারে। বিশেষ করে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর বিভাগের পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার আশঙ্কা করা হচ্ছে। দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যবর্তী সময়ে (২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি) পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষক।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























