Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৬, ৬ জানুয়ারি ২০২৬

সারাদেশে কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

সারাদেশের দিন ও রাতের কুয়াশা পরিস্থিতি। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের মোট ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে।

রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো আজ প্রায় সারাদিনই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে।

দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের পূর্ব ও উত্তরাঞ্চলের কিছু জেলা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি জেলার ওপর সীমিত সময়ের জন্য সূর্যের আলো দেখা যাওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানান।

মঙ্গলবার দিবাগত রাতের কুয়াশার পূর্বাভাস
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া দেশের অন্যান্য ছয়টি বিভাগের জেলাগুলোর ওপর মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা যেতে পারে।

আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য পাঁচটি বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।

নৌযান চলাচলে বিশেষ সতর্কতা
মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন নদ-নদীর ওপর মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অঞ্চলে নৌযান চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা ও তিস্তা নদীর ওপর ঘন কুয়াশার আশঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে এসব নৌপথে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সড়ক পথে চলাচলেও সতর্কতা
আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন সড়ক ও মহাসড়কে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে রংপুর-ঢাকা, রাজশাহী-ঢাকা ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে গতি নিয়ন্ত্রণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

শৈত্যপ্রবাহ ও নতুন ঘন কুয়াশার বলয়ের পূর্বাভাস
আজ মঙ্গলবার সকাল ৬টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহজনিত তাপমাত্রা বিরাজ করছিল। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের পশ্চিমাঞ্চলের এই তিনটি বিভাগসহ ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আগামীকাল বুধবার সকালে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ আরও জোরালো হতে পারে।
বুধবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ইএন/এসএইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়