Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ২৩ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৮:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৫

দিপু দাস ও শিশু আয়েশা হ-ত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গলবাসী’র ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গলবাসী’র ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে সাত বছরের শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের চৌমুহনী চত্বরে ‘সচেতন শ্রীমঙ্গলবাসী’র ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ তাঁর বক্তব্যে বলেন,
“আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, গত দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ ও অদক্ষতার পরিচয় দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বলে এত গর্ববোধ করেন, কিন্তু সারাদেশে এ ধরনের অরাজকতা ও সহিংসতার পরও তিনি কীভাবে ক্ষমতায় টিকে থাকেন তা আমাদের বোধগম্য নয়। আমরা অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। তাঁর শান্তিতে নোবেল পাওয়া আগেও প্রশ্নবিদ্ধ ছিল, আর এখন সারাদেশব্যাপী যে অশান্তি সৃষ্টি হচ্ছে, তাতে তিনি আরও বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আমরা জানতে চাই, দীপু চন্দ্র দাসকে কেন ভয়াবহভাবে পুড়িয়ে হত্যা করা হলো?”

মি. প্রীতম আরও বলেন, “আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপনি কেন বলেননি যে হাদির হত্যাকারীর পাশাপাশি দীপু চন্দ্র দাসের হত্যাকারীদেরও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে? আপনি কেন এ বিষয়ে নীরব থাকলেন? আপনি একজন অদক্ষ ও ব্যর্থ আইন উপদেষ্টা। সারাদেশের মানুষ আপনাকে ধিক্কার জানালেও তা আপনার কানে পৌঁছায় না। যদি শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যেতে পারেন, তাহলে আপনার মতো একজন আইন উপদেষ্টাকে অপসারণ করতে দুই মিনিটও লাগবে না। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইসব তালবাহানা বন্ধ করুন। আপনারা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন, তাহলে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে না থেকে অবিলম্বে পদত্যাগ করুন।”

মানববন্ধনে বক্তারা বলেন, “ভালুকায় দীপু চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে সাত বছরের শিশু আয়েশাকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আয়েশার মতো একটি নিষ্পাপ শিশুকে যেভাবে মব সন্ত্রাস চালিয়ে পুড়িয়ে মারা হয়েছে এবং দীপু দাস হত্যাকাণ্ডের বিষয়টি যেভাবে সারা বিশ্বের মানুষ জেনেছে, তা জাতির জন্য চরম লজ্জার। আমরা এই দুটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।”

তারা আরও বলেন, “আমরা দেখেছি গত ৫ তারিখের পর থেকে বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস চলছে, তাতে দেশ কার্যত তছনছ হয়ে গেছে। পিনাকী ও ইলিয়াসরা ফ্রান্স ও আমেরিকায় বসে থেকে যা বলছে, বাংলাদেশের এক শ্রেণির মানুষ অন্ধভাবে তা অনুসরণ করছে। তারা বাংলাদেশকে নিয়ে খেলছে। কিন্তু এতে যে ক্ষতি হচ্ছে, তা আমাদেরই ক্ষতি। দীপু চন্দ্র দাসকে যে অভিযোগে হত্যা করা হয়েছে, তার কোনো প্রমাণ নেই, না সাক্ষী আছে, না কোনো নির্ভরযোগ্য তথ্য। ধরুন, তিনি কোনো অপরাধ করেও থাকেন, তাহলে কি তাকে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে আগুনে পুড়িয়ে মারা যায়? কোনো প্রাণীকেই আগুনে পুড়িয়ে হত্যা করা যায় না। এটি মানবিকতা ও আইনের সম্পূর্ণ পরিপন্থী।”

মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন, সিপিবি নেত্রী ও শিক্ষক জলি পাল, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, কানাই দাস, আমির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়