Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৬ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ২২:৫২, ৮ জানুয়ারি ২০২৬

শাপলা শুধু একটি ফুল নয়, নারীদের অনুভূতির ভাষা

শাপলা বিলের লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে নৌকায় পর্যটকদের ভ্রমণ। ছবি: আই নিউজ

শাপলা বিলের লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে নৌকায় পর্যটকদের ভ্রমণ। ছবি: আই নিউজ

বাংলার প্রকৃতি মানেই জল, সবুজ আর তার বুকে ফুটে থাকা অপার সৌন্দর্যের শাপলা ফুল। নিঃশব্দে ভাসমান এই ফুল শুধু একটি জলজ উদ্ভিদ নয়- এ যেন নারীদের আবেগ, সৌন্দর্যবোধ ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। তাই তো নারীদের পছন্দের শীর্ষ তালিকায় বছরের পর বছর ধরে জায়গা করে রেখেছে শাপলা ফুল।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জলাশয়ের বুকে ধীরে ধীরে ফুটে ওঠা সাদা কিংবা হালকা নীল শাপলা নারীদের মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি। কোমলতা, সরলতা ও দৃঢ়তার যে নিখুঁত সমন্বয় শাপলার মধ্যে ধরা পড়ে, তা নারীর জীবনের সঙ্গেই যেন মিলেমিশে যায়। কাদা ও পানির মধ্যেও অবিচল থেকে সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার শক্তিই শাপলাকে নারীদের কাছে আরও প্রিয় করে তুলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শাপলার প্রতি নারীদের এই টান কেবল সৌন্দর্যনির্ভর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানসিক প্রশান্তি ও আত্মিক সংযোগ। শহরের কোলাহল কিংবা যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেক নারী আজও ছুটে যান শাপলা বিলে, জলাভূমির নীরবতায় খুঁজে নেন নিজের মতো করে কিছু সময়।

শাপলা ফুল আমাদের সাহিত্য, গান ও লোকজ সংস্কৃতিতেও নারীর প্রতীক হিসেবে বারবার ফিরে এসেছে। গ্রামীণ জীবনে শাপলা বিল ঘিরে গড়ে ওঠা গল্প, স্মৃতি ও আবেগ নারীদের মনে গেঁথে আছে শৈশব থেকেই। কেউ কেউ বলেন, শাপলা দেখলেই মায়ের হাত ধরে গ্রামের বিলপাড়ে হাঁটার স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে।

ফ্যাশন ও শিল্পকলাতেও শাপলা ফুল নারীদের পছন্দের জায়গায় রয়েছে। শাড়ির নকশা, গহনা, আলপনা কিংবা ঘর সাজানোর উপকরণে শাপলার উপস্থিতি নারীর রুচি ও সৌন্দর্যবোধের সাক্ষ্য বহন করে।

সব মিলিয়ে শাপলা ফুল শুধু একটি ফুল নয়, এ নারীদের অনুভূতির ভাষা। প্রকৃতির সঙ্গে গভীর এক আত্মিক সম্পর্কের নাম শাপলা। তাই আজও নারীদের পছন্দের শীর্ষে নির্ভাবনায়, নীরবে ও সৌন্দর্যের সঙ্গে জেগে থাকে শাপলা ফুল।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়