Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৫

দিপু দাস ও শিশু আয়েশা হ-ত্যার প্রতিবাদে বাসদের বিক্ষোভ সমাবেশ

দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনায় বাসদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আই নিউজ

দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার ঘটনায় বাসদের বিক্ষোভ সমাবেশ। ছবি: আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। 

একই সঙ্গে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

এছাড়াও নির্বাচন বানচালের চক্রান্ত ও দেশজুড়ে মব সন্ত্রাস বন্ধের দাবিতে বাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসান। সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, বাংলাদেশ যুব ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বিকাশ দাস বাপ্পন এবং শ্রমিক অধিকার পরিষদ মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ও মব সন্ত্রাস উসকে দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত খুনি, হামলাকারী ও উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে তারা সতর্ক করেন।

তারা অবিলম্বে দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা আক্তার হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং দেশে মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়