প্রতিনিধি, জুড়ী
বড়লেখায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের রজত জয়ন্তী উদযাপিত
বড়লেখায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের রজত জয়ন্তী উদযাপিত। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগার খাসি পুঞ্জিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ)-এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রজত জয়ন্তী উপলক্ষে ম্যাগাজিন প্রকাশ, স্মৃতিস্তম্ভ উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। তিনি কেক কেটে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে এগোলে দেশ উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যাবে। তিনি আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ)-এর সভাপতি বেনেডিক্ট সুঙের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লেনচার তংপেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, কেএসইউ-এর সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুবিমল লিন্ডকিরি, প্রতিষ্ঠাতা সদস্য ও মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস-এর নির্বাহী পরিচালক এন্টোনি মুখিম, প্রতিষ্ঠাতা সদস্য অরিজেন খংলা, সাবেক সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া এবং আগার খাসি পুঞ্জির প্রধান (মান্ত্রী) সুকমন আমসে।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএসইউ সিলেট শাখার সাবেক সহসভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. সান্ডে এলিজাবেথ পডুয়েং, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও একই হাসপাতালের আইএমও ডা. ডরিন ম্যাগডালিন পামথেট, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাইকেল নংরুম, কেএসইউ সিলেট শাখার সভাপতি মার্কুস পাপাং, সাবেক সাধারণ সম্পাদক রাজু রুপসী, কোষাধ্যক্ষ বিশ্ব বারেঃসহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, খাসি পুঞ্জির প্রধানগণ এবং খাসি যুব সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ‘শিক্ষা, সাম্য ও ঐক্য’-এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০০০ সালে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ) প্রতিষ্ঠিত হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























