স্পোর্টস ডেস্ক
রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের ১৯তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নাটকীয় লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারায় দলটি। এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে চট্টগ্রাম। অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রাজশাহী।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের দুই ওপেনার তানজিদ হাসান ও মোহাম্মদ ওয়াসিম ২১ রানের সূচনা এনে দেন। তবে এরপরই ধস নামে রাজশাহীর ব্যাটিংয়ে। দলীয় ৭২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল ও লোয়ার অর্ডারেও বড় কোনো জুটি গড়ে ওঠেনি।
ষষ্ঠ উইকেটে এস এম মেহেরব ও আকবর আলি ১৯ রানের জুটি গড়ে সামান্য প্রতিরোধ গড়েন। নবম উইকেটে তানজিম হাসান সাকিব ও সন্দ্বীপ লামিচানের ১১ বলে ১৭ রানের জুটিতে শেষ দিকে কিছুটা যোগ হয় স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৮ রান।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মোহাম্মদ ওয়াসিম ও এস এম মেহেরব। আকবর আলি করেন ১৭, মুশফিকুর রহিম ১৫ এবং তানজিম হাসান সাকিব অপরাজিত থাকেন ১৪ রানে। চট্টগ্রামের হয়ে বল হাতে আমের জামাল নেন ৩টি উইকেট, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ২৪ রানের মধ্যে রাজশাহী পেসার বিনুরা ফার্নান্দো ও স্পিনার মেহেরবের তোপে চার উইকেট হারায় তারা। সেখান থেকে পঞ্চম উইকেটে অধিনায়ক মাহেদি হাসানের সঙ্গে ৪০ বলে ৪০ রান এবং ষষ্ঠ উইকেটে আসিফ আলির সঙ্গে ৩৪ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান পাকিস্তানি ব্যাটার হাসান নাওয়াজ।
মাহেদি হাসান ২৮ ও আসিফ আলি ২৭ রানে আউট হলেও শেষ পর্যন্ত দৃঢ়তায় লড়ে যান হাসান নাওয়াজ। জয়ের জন্য শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ রান। মেহেরবের করা প্রথম তিন বলেই একটি চারসহ ৮ রান তুলে নেন হাসান। পরের দুই বল ডট হলেও শেষ বলে প্রয়োজনীয় ২ রান নিয়ে দলকে স্মরণীয় জয় এনে দেন তিনি।
২টি চারসহ ৩৬ বলে ৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসান নাওয়াজ। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ১৮ রানে ৩ উইকেট এবং মেহেরব ২৫ রানে ২ উইকেট নেন। দুর্দান্ত এই জয়ের নায়ক হিসেবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চট্টগ্রাম রয়্যালসের হাসান নাওয়াজ।
ইএন/এসএইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























