Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৩, ৯ জানুয়ারি ২০২৬

আধ্যাত্মিকতার টানে নেপালে সঞ্জয় দত্ত, চেখে দেখলেন স্থানীয় খাবার

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

আধ্যাত্মিকতায় মন দিতে অবশেষে নেপাল সফরে গেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বহুদিনের ইচ্ছা পূরণ করে তিনি দর্শন করলেন কাঠমান্ডুর ঐতিহাসিক পশুপতিনাথ মন্দির। গত বছর নেপাল যাওয়ার পরিকল্পনা থাকলেও সে সময় দেশটির অস্থির পরিস্থিতির কারণে সফর বাতিল করতে হয়েছিল। এবার আর দেরি না করে বন্ধু ও অভিনেতা রাহুল মিত্রকে সঙ্গে নিয়ে নেপাল পাড়ি দেন সঞ্জয়।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়েছে। ছবির সাফল্যের পরেই এই সফরে যান তিনি। আধ্যাত্মিকতা, ভ্রমণ আর মানুষের সঙ্গে মেলামেশা সব মিলিয়ে নেপালে সময়টা উপভোগ করেছেন সঞ্জয়।

সঞ্জয় দত্ত বরাবরই শিবভক্ত। পশুপতিনাথ মন্দির দর্শন তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। কারাবাসে থাকাকালীনও তিনি শিবপুরাণ পাঠ করতেন বলে জানা যায়। এই প্রসঙ্গে রাহুল মিত্র বলেন, “শিবের সঙ্গে সঞ্জুর এক অদ্ভুত যোগ রয়েছে। মনে হলো, বাবার ডাক এসেছে তাই আর দ্বিতীয়বার ভাবেনি আমরা।”

অল্প সময়ের সফর হলেও নেপালের অনুরাগীদের নিরাশ করেননি সঞ্জয়। ভক্তদের সঙ্গে দেখা করে কথাবার্তাও বলেন তিনি। তবে নেপালের আরেকটি বড় আকর্ষণ ছিল সেখানকার স্থানীয় খাবার। রাহুল জানান, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে স্থানীয় খাবার চেখে দেখতে তাঁরা সবসময়ই আগ্রহী। নেপালেও তার ব্যতিক্রম হয়নি।

নেপালে থাকাকালীন তাঁরা ভাত, ডাল, মুসুর ডালের বড়া, ডাম্পলিং, নুডলস স্যুপ, মটন কাটিয়া সহ নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেন।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রের নাম চৌধরি আসলাম। তিনি ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। তবে এই চরিত্রটি পাকিস্তানি পুলিশ কর্মকর্তা আসলাম খান কি না-তা নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে আলোচনা চললেও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়