Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৬, ১০ জুলাই ২০২৫
আপডেট: ২২:৪৫, ১০ জুলাই ২০২৫

আসছে সমরজিৎ রায়ের `মনের মানুষ`

সমরজিৎ রায়

সমরজিৎ রায়

সমরজিৎ রায় বাংলাদেশের জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পীদের অন্যতম। গানের মাধ্যমে শ্রোতাদের তিনি মাতিয়ে রেখেছেন দীর্ঘ সময় ধরে। পুরোনো দিনের গানের পাশাপাশি তাঁর গাওয়া মৌলিক গানের সংখ্যাও অনেক। এই প্রথম তিনি গাইলেন একটি মৌলিক আধ্যাত্মিক ধাঁচের গান।

আমার পরম সৌভাগ্য যে, আমার পরম শ্রদ্ধার মানুষ শম্ভুগঞ্জী হুজুরের ছোট সন্তান খাজা মো. আলাউল হকের লেখা কোন গান আমি গাইতে পেরেছি। সুরের সঙ্গে গানের কথাগুলোর গভীরতা উপলব্ধি করতে পারলে আশা করি শ্রোতারা গানটিতে ডুবে যেতে পারবেন। আমার গানের সঙ্গে থেকে আমাকে সবসময় উৎসাহিত করার জন্য শ্রোতাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।

'মনের মানুষ' শিরোনামের এই গানটির কথা লিখেছেন খাজা মো. আলাউল হক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ রায়। প্রোগ্রামিং করেছেন বিনোদ রায়। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু এবং ভিডিও সম্পাদনায় প্রেম প্রকাশ কর্ণ। গানটিতে বাঁশি বাজিয়েছেন মামুনুর রশীদ। তবলা ও হারমোনিয়াম বাজিয়েছেন সমরজিৎ রায় নিজেই। ভিডিও দৃশ্য ধারণ করেছেন শেখ সাদী। খুব শীঘ্রই গানটি প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। 

গানটি সম্পর্কে শিল্পী সমরজিৎ বলেন, "ক্লাসিক্যাল ধাঁচের গানগুলোই শ্রোতারা আমার কণ্ঠে সবসময় শুনতে অভ্যস্ত। তবে এবারে গায়কীতে একটু ভিন্নতা এসেছে। আধ্যাত্মিক ধাঁচের গান এবারেই প্রথম গাইলাম। আমার পরম সৌভাগ্য যে, আমার পরম শ্রদ্ধার মানুষ শম্ভুগঞ্জী হুজুরের ছোট সন্তান খাজা মো. আলাউল হকের লেখা কোন গান আমি গাইতে পেরেছি। সুরের সঙ্গে গানের কথাগুলোর গভীরতা উপলব্ধি করতে পারলে আশা করি শ্রোতারা গানটিতে ডুবে যেতে পারবেন। আমার গানের সঙ্গে থেকে আমাকে সবসময় উৎসাহিত করার জন্য শ্রোতাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।"

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ