Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৭ ১৪৩২

এমসি কলেজ, প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ২২ জুলাই ২০২৫

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ 

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বাকি সময়ের (ষাণ্মাসিক) জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।  গত (২১ জুলাই) এক অভ্যন্তরীণ সভার মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। সভায় সিলেট মহানগরের শিবির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুন এই কমিটির অনুমোদন দেন। 

নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইসমাইল খান এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র অলিদ হাসান।

ইসমাইন খান এর আগে ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক, সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নব মনোনীত সেক্রেটারি অলিদ হাসান সিলেট মহানগর শিবিরের আবাসিক শাখা কোতোয়ালি পূর্ব থানার সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।   

নতুন সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব গ্রহণের পর এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রেখে আমরা আদর্শিক ছাত্ররাজনীতি, শিক্ষাবান্ধব ক্যাম্পাস এবং মানবিক নেতৃত্ব গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতায় এ লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে চাই।

সাগর/আইনিউজ

Green Tea
সর্বশেষ