শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:৩৭, ১৯ জুলাই ২০২৫
গণঅভ্যুত্থানের সকল শহিদদের স্মরণে শাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

দোয়া ও মিলাদ মাহফিল।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সংগঠিত গণঅভ্যুত্থানে সকল শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল।
আজ শনিবার (১৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে এই কর্মসূচি পালন করেন।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়।
এসময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, আজকের এই মিলাদ মাহফিলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই-আগস্ট মাসে শহিদ হওয়া সকল বীর শহিদদের, যাঁরা গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়, আমাদের পথ দেখায়। ছাত্রদল সবসময় শহিদদের আদর্শ অনুসরণ করে ন্যায়ের পক্ষে কথা বলে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম সরকার প্রথমেই জুলাই-আগস্টের বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন, তারা চিরকাল ইতিহাসের অমর সন্তান। তাঁদের আত্মত্যাগ আমাদের জন্য আন্দোলনের অনুপ্রেরণা।
অন্যদিকে, জোহর নামাজের পর শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগের তত্ত্বাবধানে কেন্দ্রীয় জামে মসজিদে একই কর্মসূচি পালন করেন শাবিপ্রবি ছাত্রদলের আরেক অংশের নেতাকর্মীরা।
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ জুলাই ও আগস্ট মাসে যাঁরা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন সকল শহিদ ভাইদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমাদের শহিদ ও আহত যোদ্ধারা ছিলেন এবং আগামীতেও থাকবেন আমাদের ন্যায়সংগত লড়াইয়ের অমর যোদ্ধা হয়ে।
এসময় ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
সাগর/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা