শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০১:৩৯, ১৩ জুন ২০২৫
শ্রীমঙ্গলে এসএসসি-২০০৫ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

সরকারি বালিকা উচ্চ বিদয়ালয়ের শিক্ষকের সাথে এসএসসি-২০০৫ ব্যাচের বন্ধুরা। ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সরকারি বালিকা উচ্চ বিদয়ালয়ের এসএসসি-২০০৫ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদয়ালয়ে দীর্ঘদিন পর উক্ত বিদ্যালয়ের এসএসসি ২০০৫ -এর বন্ধুরা মিলনমেলার মাধ্যমে একত্রিত হয়ে দিনটি উদযাপন করেন। এদিন সকালে প্রথমে বিদ্যালয় প্রদর্শন, শিক্ষকমণ্ডলীর সাথে সাক্ষাৎ, ছবি উঠানোসহ শিক্ষকদের সাথে কথোপকথনে এক আনন্দময় দিন পালন করেন বন্ধুরা।
দুপুরে শহরের হবিগঞ্জ রোডস্থ টি হ্যাভেন রিসোর্টে নানা আয়োজন, বিনোদন আড্ডা, খোশগল্প, খাওয়া দাওয়া, সেলফি ও ছবি উঠানোসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। তাছাড়া দীর্ঘদিন পর সবাই একে অপরের সাথে সাক্ষাতে অনেকেই আবেগআপ্লত হয়ে পড়েন। বন্ধুদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে রিসোর্ট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্কুল জীবনের স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি প্রকাশসহ বন্ধুদের আড্ডা ছিল খুবই প্রাণবন্ত।
মিলনমেলায় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপ্রিয়া বিশ্বাস ঝুমা, সুচিত্রা দেব সুচি, শায়লা শারমিন, অন্যা রায়, নাদিরা আক্তার, তারানা রহমান, মৌসুমি ঘোষসহ অন্যান্য বন্ধুরা মিলনমেলায় উপস্থিত ছিলেন।
হরিপ্রিয়া বিশ্বাস ঝুমা বলেন, “দীর্ঘদিন পর আমরা সবাই একত্রিত হতে পেরেছি, খুব ভালো লাগছে। স্কুলে পড়াকালীন সময়ের যে স্মৃতি, তা আমাদের সব সময় উজ্জীবিত করে রাখে। দীর্ঘ বছর ধরে সেই বন্ধুদের থেকে বিচ্ছিন্ন ছিলাম, যা অনেক কষ্টের ও বেদনার। আজ প্রাণের বন্ধুদের পেয়ে সব দুঃখ–কষ্ট দূর হয়ে গেছে। আমরা সবাই মিলে অনেক মজা ও আনন্দ করেছি, সবসময় এভাবে সবাই হাসিখুশি থাকুক এটাই কামনা।”
আই নিউজ/আরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার