Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১ জুন ২০২২

রাইড শেয়ারিং অ্যাপ বোরাকের আত্মপ্রকাশ

ইন্দোনেশিয়ার গো জ্যাক কিংবা চীনের আলি পে নয়; এবার বাংলাদেশেই দেশীয় ডেভেলপাররা তৈরি করেছে পূর্ণাঙ্গ সুপার অ্যাপ ‘দ্যা বোরাক’। তিনটি অ্যাপের সমন্বয়ে মিলছে ৭১ ধরনের ‘অন ডিমান্ড’ সেবা।

রাইড শেয়ার সনদ প্রাপ্তির এক মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘দ্য বোরাক’।

সোমবার (৩০ মে ২০২২) রাজধানীর শিল্পকলা একডেমি মিলনায়তনে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় তিনি দ্যা বোরাক দেশের তরুণদের মাধ্যমে তৈরি হওয়ায় গৌরব প্রকাশ করেন। অ্যাপটিকে নতুন প্রজন্মের তৈরি একটি সময়োপযোগী উদ্যোেগ বলে উদ্যো্ক্তাদের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। তারুণ্যের শক্তি আর দেশপ্রেম নিয়ে দ্যয বোরাক উত্তরোত্তর  ভলো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রযুক্তিপ্রাণ মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার।

দ্যা বোরাক সার্ভিসেস লিমিটেডের চেয়ার‌ম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা মেজর অব: রাকিব হাসান বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য দেন দ্য বোরাক প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব।

এসময় তিনি বলেন, সকল শ্রেণির পেশা নাগরিকদের এই অ্যা পসের মাধ্যিমে নিরবচ্ছিন্ন ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্যম। আশাকরছি, ২০২৬ সালের মধ্যেি দেশের অর্ধেক নাগরিককে এই প্লাটফর্মের আওতায় আনার পাশাপাশি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্য দেশেও বাংলাদেশের পতাকা ওড়াতে সক্ষম হবো।

এরপর রাইড শেয়ারিং পার্টনার প্রতিষ্ঠান স্মার্ট ট্রাভেল সলিউশন বিডি’র বেলাল আহমেদ বক্তব্য রাখার পর সুপার অ্যাপটি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দ্যা বোরাক এর হেড অব মার্কেটিং রেদওয়ান রাহি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট চেয়ারম্যান টনি খান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী।

গত ১০ এপ্রিল ১৭তম কোম্পানি হিসেবে বিআরটিএ’র লাইসেন্স পায় দ্য বোরাক।

বোরাক প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী শফিউল আলম বিপ্লব বলেন, কাস্টমার, উইংস এবং স্টোর এই তিন অ্যাপের সমন্বিত সুপার অ্যাপটির মাধ্যমে রাইডিং ছাড়াও মিলবে ডেলিভারি ও সার্ভিস সেবা। ‘রাইড’, ‘সার্ভিস’, ‘ফুড’ এবং ‘প্রোডাক্ট’ এই চারটি মূল শ্রেণীর মাধ্যমে মোটর রাইড থেকে অ্যাম্বুলেন্স, মুদি সদাই থেকে ইলেক্ট্রনিক্স কিংবা কসমেটিক্স, খাবার অর্ডার, চিকিৎসা সেবা, প্লাম্বার কিংবা সেলুন/ বিউটি পার্লারসহ ৭১ ধরনের সেবা দিতেই যাত্রা শুরু করলো তারা।

আইনিউজ/এমজিএম

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়