নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে কাজ করছে ফেসবুক

বাংলাদেশে সন্ত্রাসী কনটেন্ট শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একদল বাংলাদেশি বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানিয়েছে ফেসবুকের মূলপ্রতিষ্ঠান মেটা।
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করা হয় না। এ ধরনের কাজের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বা সংগঠনকে ফেসবুকে অ্যাকাউন্ট বা পেজ খুলতে দেওয়া হয় না। শুধু তা–ই নয়, ঘৃণ্য বক্তব্য বা সহিংসতা ছড়ায়- এমন পোস্টও দ্রুত সরিয়ে ফেলা হয়। যেকোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণাত্মক বা অবমাননাকর পোস্ট দিলেও সেগুলো মুছে ফেলা হয়।
সোমবার (২৭ জুন) দুপুরে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আয়োজিত “ফাইটিং টেররিজম অ্যান্ড অর্গানাইজড হেট অ্যান্ড মেটাস অ্যাপ্রোচ” শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।
ওয়েবিনারে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মেটার কাউন্টার টেররিজম অ্যান্ড ডেঞ্জারাস অর্গানাইজেশন বিভাগের প্রধান নওয়াব ওসমান বলেন, “সন্ত্রাসী সংগঠনের প্রশংসা করে দেওয়া পোস্ট সরিয়ে ফেলা হয়। রাজনৈতিক পোস্টের জন্যও এখন ফেসবুকের নীতিমালা রয়েছে। সন্ত্রাসী কনটেন্টের ধরন বদলে গেছে। তবে আমরা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া উন্নত করেছি। এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফেসবুকে সন্ত্রাসবাদ ঠেকাতে তিনটি কর্মসূচি রয়েছে। এগুলো হলো সার্চ রিডাইরেক্ট, কারেজ প্রজেক্ট ও রিজিলেন্সি ইনিশিয়েটিভ।”
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে নওয়াব ওসমান বলেন, “বাংলাদেশ নিয়ে কাজ করার জন্য মেটার একাধিক দল কাজ করছে। এসব কর্মী স্থানীয় বাজার ও ভাষা বিশেষজ্ঞ। তারা সবাই বাংলাদেশি। এছাড়া আমাদের প্রযুক্তি আছে। আমাদের অ্যালগরিদম অনেক পোস্ট ধরতে পারে। বিতর্কিত পোস্ট বিষয়ে ব্যবহারকারীরাও রিপোর্ট করতে পারেন। বাংলাদেশের সাংবাদিকসহ বিভিন্ন ব্যবহারকারীর রিপোর্ট বিবেচনা করা হয়।”
- আরও পড়ুন- রিকশা চালাচ্ছেন তানজিন তিশা
ফেসবুক ব্যবহার করে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে মেটার গৃহীত পদক্ষেপ প্রসঙ্গ নওয়াব ওসমান বলেন, ফেসবুকের প্রোগ্রামকে আরও শক্তিশালী করতে কাজ চলছে; বিশেষ করে তৃণমূল পর্যায়ে। এ জন্য বাংলাদেশের বিশেষজ্ঞরাও কাজ করছেন। আরও নানা কর্মসূচি নেওয়া হচ্ছে।
আইনিউজ/এসডি
- করোনা বিস্তার রোধে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু
- ১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- ৩০ মিনিটে এনআইডির অসুন্দর ছবি বদলানো যাবে
- যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়
- যে আট কারণে ফোন দেরিতে চার্জ হয়
- করোনায় চিকিৎসায় পালস অক্সিমিটার এর কাজ কি?
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- তথ্য-প্রযুক্তিতে অনন্য সম্মান বয়ে আনায় অভ্যর্থনা
- বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার তৈরি করল জাপান
- গ্রামীণফোন গ্রাহকদের উন্নত সেবা প্রদানে নিয়ে এলো VoLTE