ইমরান আল মামুন
আপডেট: ২১:২৪, ৫ মে ২০২৩
অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
টিপস এন্ড ট্রিক আলোচনার প্রসঙ্গে আজকে রয়েছে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম ২০২৩। কোন প্রকার ঝামেলা ছাড়াই এ আর্টিকেলের মাধ্যমে একজন ব্যক্তি ঘরে বসেই এই আবেদনটি করতে পারবে। প্রয়োজন হবে কিছু ডকুমেন্ট এবং একটি ইলেকট্রনিক্স ডিভাইস যার মাধ্যমে একটি ব্রাউজার ব্যবহার করা যাবে।
সারা বিশ্বে প্রতি বছর কয়েক লাখেরও বেশি প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে থাকে। বাংলাদেশ এর পরিমাণ কয়েক হাজার। এটি হতে পারে বংশগত কিংবা অন্যান্য স্বাস্থ্য ত্রুটির কারণে। যাই হোক না কেন এরাও আমাদের মত সাধারন মানুষ। তবে শুধু চলাফেরা এবং আচার-আচরণে কিছুটা ভিন্নতা দেখা যায়। তবে এরা এক একটি বিষয়ে খুব পারদর্শী হয়ে থাকে। আবার অনেকে চলাফেরা করতে অক্ষম থেকে যায়।
তাই বাংলাদেশ সরকার তাদের জন্য একটি ভাতা পদ্ধতি চালু করেছে। যাতে করে তাদেরকে পারিবারিকভাবে অবজ্ঞা অবহেলাতে না থাকতে হয়। নিজেই যেন আর্থিকভাবে সাপোর্ট দিতে পারে এজন্যই সরকারে ভাতা প্রচলন করেছেন। বিশেষ করে আমাদের দেশে এ মানুষগুলোকে আর্থিকভাবে সাপোর্ট দেওয়ার খুব কম সংখ্যক পরিবার রয়েছে। তাই সকল কথা বিবেচনা করেই এ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে এখন। যদি আপনার প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম ২০২৩ জানা থাকে। তাহলে খুব সহজেই আশেপাশের মানুষের আবেদনগুলো করে দিতে পারবে।
প্রতিবন্ধী ভাতা আবেদনের যোগ্যতা
তবে একটি কথা মাথায় রাখতে হবে সকল অক্ষম ব্যক্তি প্রতিবন্ধী ভাতার জন্য উপযুক্ত নয়। নির্দিষ্ট শর্তসাপেক্ষে যারা শারীরিকভাবে অক্ষম তারাই কেবল প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে। আর এটি হয় জন্মগত ভাবে। চলুন নিচে থেকে তা দেখে নিই।
- এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
- ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন নিবন্ধিত হতে হবে এবং পরিচয় পত্র থাকতে হবে।
- যে জেলার স্থায়ী বাসিন্দা ওই জেলা থেকে আবেদন করতে হবে
- মাথাপিছু আয় ৩৬ হাজার টাকার বেশি হওয়া যাবে না
- কমপক্ষে ৬ বছর বয়স হতে হবে
- আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই দুস্থ-প্রতিবন্ধী হতে হবে
- বাসায় কমিটি দ্বারা নির্বাচিত হতে হয়
প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়মাবলী
ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। এজন্য প্রথমে প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই সকল কাগজপত্র সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে। তবে এটি তার নিজ জেলাতেই দিতে হবে।
অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম
আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে কিভাবে বাসায় বসে নিজে নিজেই অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করবেন। চলুন নিচে থেকে দেখে নেই কিভাবে ধাপে ধাপে আবেদন করতে হয় সেই নিয়ম সম্পর্কে।
- প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইস থেকে সমাজসেবা অধিদপ্তরের এ পেইজে প্রবেশ করুন। তারপর "আমি বুঝেছি পরবর্তী ধাপে যান" এই অপশনে প্রবেশ করতে হবে।
- পরের ধাপে নির্বাচন করুন অপশন থেকে প্রতিবন্ধী ভাতা সিলেক্ট করে সংরক্ষণ বাটনে প্রেস করতে হবে। আর পরবর্তী ধাপে গিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। এরপর জন্ম তারিখ দিয়ে যাচাই করে নিতে হবে।
- তথ্য যাচাই করার পর ব্যক্তিগত অনেক তথ্য গুলো অটোমেটিকভাবে পূরণ হয়ে যাবে। তবে এরপর বেশ কিছু তথ্য ইমপোর্ট করা লাগবে। যেমন পেশা, বৈবাহিক অবস্থা, বার্ষিক আয়, বাসস্থানের তথ্য, ভূমির পরিমাণ, স্থায়ী ঠিকানা ইত্যাদি।
- সকল তথ্যগুলো পূরণ করার পর সাবমিট করতে হবে। সফলভাবে সাবমিট হয়ে গেলে একটি প্রিন্ট অপশন পাওয়া যাবে। এই প্রিন্ট আউট কপিটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।
কারণ প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রিন্ট আউট কপিগুলো নিয়ে আপনার নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। আর এই প্রিন্ট কপিতে স্থানীয় চেয়ারম্যানের একটি স্বাক্ষর বা সুপারিশপত্র যুক্ত করে নিতে হবে। এটিই হচ্ছে মূলত প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম।
অনেকের এই প্রতিবন্ধী ভাতা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর থেকে যায়। এখন এই সকল প্রশ্ন উত্তরগুলো তুলে ধরা হচ্ছে তাদের জন্য যারা এ বিষয়ে জানান আগ্রহী।
প্রতিবন্ধী ভাতা করতে কি কি লাগে?
- সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়ন পত্র
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন
- চেয়ারম্যানের অনুমতি পত্র
- অনলাইন আবেদন ইত্যাদি
প্রতিবন্ধী ভাতা কিভাবে পাব?
অনেকের প্রশ্ন থাকে এ প্রতিবন্ধী ভাতা কিভাবে পাওয়া যায়। যদি উপরোক্ত সকল কাগজপত্র ঠিক থাকে তাহলে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি প্রতিবন্ধী ভাতা পেতে পারেন।
প্রতিবন্ধী ভাতা কত টাকা পাওয়া যায়?
২০২৩ সালে প্রতিবন্ধী ভাতা প্রত্যেক মাসে ৮৫০ টাকা অনুসারে দেওয়া হয়ে থাকে।
প্রতিবন্ধী ভাতা কত মাস পর পর দেয়?
ভাতা সাধারণত তিন মাস পর পর দিয়ে থাকে।
বয়স্ক ভাতা আবেদনের নিয়ম
উপরে আপনারা দেখলেন অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম সম্পর্কে। কিন্তু অনেকে আবার বয়স্ক ভাতা আবেদনের জন্য নিয়ম খুঁজে থাকে। কারণ এই ভাতা ৬৫ বছরের ঊর্ধ্বে সকল বৃদ্ধ ব্যক্তিরাই পাবে। তবে এর জন্য অবশ্যই তাকে আর্থিকভাবে অসচ্ছলতা থাকতে হবে। প্রতিবন্ধী ভাতার মতো এটিও অনলাইনে আবেদন করা যাবে। কিভাবে বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন তা নিচে তুলে ধরা হলো।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন