আই নিউজ প্রতিবেদক
ভি/পি/এন দিয়ে ফেসবুক চালানোর চেষ্টা, থাকছে ঝুঁকি
সবুক, হোয়াটস আপ ইত্যাদিতে একসেস নিতে ভি/পি/এন ব্যবহার করছে অনেকেই।
দেশে কোটা কোটা সংস্কার আন্দোলনের জের ধরে দেশব্যাপী সহিং/সতার মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ইন্টারনেট সেবা খাত। তাছাড়া, উদ্ভূত পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ফেসবুক, টিকটক, হোয়াটস আপসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। এ অবস্থায় ফেসবুক, হোয়াটস আপ ইত্যাদিতে একসেস নিতে ভি/পি/এন ব্যবহার করছে অনেকেই। যদিও এতে তথ্য নিরাপত্তার ঝুঁকি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মোবাইল ব্যবহারকারীর সঙ্গে কথা বলে ভি/পিএন ব্যবহার করে ফেসবুক, হোয়াটস, ইউটিউব চালানোর কথা জেনেছেন আইনিউজ প্রতিবেদক। ব্যবহারকারীরা জানান, দেশে যখন মোবাইল ইন্টারনেট ও ফেসবুকসহ অন্যান্য সাইটগুলো বন্ধ করে দেওয়া হয় তখন তারা ভি/পি/এন এর মাধ্যমে এই সাইটগুলো চালানো শুরু করেন।
বলা প্রয়োজন ভি/পি/এন এমন একটি অনলাইন সেবা যা বিশ্বের বিভিন্ন দেশেই নিষিদ্ধ। ভি/পিএ/ন হচ্ছে এমন এক কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্ক যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা হয়। ব্যবসা-বাণিজ্যিক প্রাইভেট নেটওয়ার্কগুলোকে নিরাপদে সংযুক্ত করার জন্য ভি/পি/এনের বিকল্প নেই। তবে, যখন কোনও নির্দিষ্ট এলাকায় ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয় ভি/পি/এন ব্যবহার করে সেসব জায়গায় ফেসবুকসহ অন্যান্য সাইটগুলো চালানো যায়।
বাংলাদেশে বর্তমানে ফেসবুক, টিকটক, ইউটিউবসহ বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। এমন অবস্থায় ভি/পি/এন ব্যবহার করে এসব সাইট চালাচ্ছেন মোবাইল ব্যবহারকারীরা। একাধিক ব্যক্তি নিজেদের নাম প্রকাশ না করার স্বার্থে এ কথা জানিয়েছেন এই প্রতিবেদককে।
আনিছ (ছদ্মনাম) নামের একজন ব্যবহারকারী বলেন, গেল এক সপ্তাহ ধরে ভি/পিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি। আমিই না শুধু, আমার বন্ধুরাও একইভাবে ফেসবুক, ম্যাসেঞ্জার, ইউটিউব ব্যবহার করছে। সরকার ফেসবুক অফ (বন্ধ) করে দেওয়ার পর থেকে ভি/পি/এন ব্যবহারকারীদের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে।
যদিও ভি/পি/এন ব্যবহারে মারাত্মক নিরাপত্তা ঝুঁ/কি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন। তারা বলছেন, ভি/পি/এন একটি নিষিদ্ধ মাধ্যম এটি বিভিন্ন উন্নত বিশ্বে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য হ্যাকিং এর শিকার হতে পারে। ব্যক্তিগত ফেসবুক, হোয়াটস আপ বা অন্যান্য একাউন্টও হ্যাকিং এর শিকার হতে পারে বলে অভিমত অনলাইন বিশেষজ্ঞদের।
আই নিউজ/এইচএ
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন