Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২১

৪১তম বিসিএস পরীক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতি: পর্ব ১

ফাইল ছবি

ফাইল ছবি

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এখন শুধু শেষ মূহুর্তের প্রস্তুতি।

৪১তম বিসিএসসহ অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য আইনিউজের বিশেষ এই আয়োজন। আশা করি আপনারা উপকৃত হবেন।

বিষয়: বাংলা সাহিত্য

১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
চর্যাপদ।

২. চর্যাপদের মূল বিষয়বস্তু কি?
বৌদ্ধ ধর্মের গূঢ় ও তত্ত্বকথা।

৩. মঙ্গল কাব্যের শাখা কয়টি?
৩ টি ( মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল)

৪. মহাজন কাদের বলা হয়?
বৈষ্ণব পদকর্তাদের মহাজন বলা হয়।

৫. মর্সিয়া শব্দের অর্থ কি?

মর্সিয়া একটি আরবি শব্দ। এর অর্থ শোক করা, বিলাপ করা।

৬. রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে?
চন্দ্রাবতী।

৭. মৈমনসিংহ গীতিকা কয়টি ভাষায় অনূদিত?
২৩ টি।

৮. কবিওয়ালা কারা?
কবিতাকে যারা জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় কবিওয়ালা।

৯. বাংলা টপ্পাগানের জনক কে?
নিধু বাবু বা রামনিধি গুপ্ত।

১০. পাঁচালী গানের শক্তিশালী কবি কে?
দাশরথি রায়।

১১. রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছেন কে?
দিল্লির বাদশা দ্বিতীয় আকবর।

১২. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে?
লর্ড ওয়েলেসলি

১৩. অমিত্রাক্ষর ছন্দ কি?
যে কবিতার চরণে অন্ত্যমিল থাকে না তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে।

১৪. নীলদর্পনের অভিনয় দেখে কে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

১৫. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
কৃপার শাস্ত্রের অর্থভেদ।

১৬. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৭. রম্য রচনার জন্য খ্যাত লেখক কে?
আবুল মনসুর আহমদ।

১৮. মুক্তবুদ্ধির লেখক হিসেবে পরিচিত কে?
কাজী আবদুল ওদুদ।

১৯. কারাগারে মঞ্চায়ন হয় কোন নাটক?
কবর।

২০. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
উত্তরাধুনিকতাবাদ।

আপনাদের সুবিধার্থে প্রতিদিন প্রকাশ করা হবে বিসিএসের প্রস্তুতির বিভিন্ন বিষয়। তাই আইনিউজের সাথেই থাকুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়