Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:০১, ৩ জুলাই ২০২৪

এক রাতের ব্যবধানে মনু নদে বেড়েছে দ্বিগুণ পানি, ৫টি এলাকা প্লাবিত

মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বাঁধের উপরে উঠেছে পানি। ছবি- হেলাল আহমেদ

মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে বাঁধের উপরে উঠেছে পানি। ছবি- হেলাল আহমেদ

মৌলভীবাজার সদরে মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে এক রাতের ব্যবধানে প্রায় দ্বিগুণ উচ্চতায় বইছে উজানের ঢল আর বৃষ্টিতে নামা পানি। মঙ্গলবার রাতে যে পরিমাণ পানি নদীতে ছিল বুধবার সকালে ছিল তার চেয়ে ২২ সে.মি বেশি। এমন অবস্থায় মনু নদে তীরের ৫টি এলাকায় প্রবেশ করছে নদের উপচে পড়া পানি। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ। 

বুধবার (০৩ জুলাই) সকাল ১১টায় মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে ১১ দশমিক ৪৮ সে.মি উচ্চতা দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এর আগেরদিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ২৬ সে.মি উচ্চতা দিয়ে। এক রাতের ব্যবধানে মনুতে পানি বৃদ্ধি পেয়েছে ২২ সে.মি। 

এর আগে মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনায় কুশিয়ারার পানি উপচে প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে প্রবেশ করেছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামে পানির তোড়ে প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায়।

পানি থেকে নিজেদের মালামাল শুকনো জায়গায় তুলে রাখছেন চাঁদনীঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ীরা। ছবি- হেলাল আহমেদ 


এদিকে, জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে মনু নদের রেলওয়ে ব্রীজ পয়েন্টে ২৯ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শেরপুরে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২০ সে.মি উপর দিয়ে। অপরদিকে, জুড়ীর ভবানীপুরে জুড়ী নদীতে বিপদসীমার ১৮৯ সে.মি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত জেলার বিভিন্ন ৩ লাখ ৩৩ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন। বন্যার্তদের চিকিৎসা সহায়তার জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল মনে করেন, কুশিয়ারার পানি বাড়াটা ভয়ের। এই কর্মকর্তা বলেন, ‘কুশিয়ারায় পানি বাড়লে মনুর পানি কমবে না। কুশিয়ারা নদীর খলিলপুর এলাকায় পাউবোর স্থায়ী কোনো বেড়িবাঁধ নেই। হামরকোনায় এলজিইডির রাস্তা ভেঙে খলিলপুর ইউনিয়নে পানি ঢুকছে। ভাঙা মেরামতের জন্য বালুভর্তি এক হাজার সিন্থেটিকের বস্তা পাঠিয়েছি।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়