পলি রানী দেবনাথ
আপডেট: ১৭:১৯, ২৯ অক্টোবর ২০২৩
১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করলো দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তুলনা ধর তুষ্টি। যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে।
আজ রোববার (২৯ অক্টোবর) রবিবার ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর আয়োজনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পদে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে তুলনা ধর তুষ্টি। দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে।
দায়িত্ব গ্রহণ করার পর তুলনা ধর তুষ্টি জানান, আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি। এই দিন তার জীবনে স্বরনীয় হয়ে থাকবে বলে তিনি জানান।
এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। তুলনা ধর তুষ্টির সুন্দর চিন্তা ভবিষ্যতে যাতে সফল হয় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ঐশী দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসান, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুর রব, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি আমির মিয়া, ফটোগ্রাফার রনজিৎ দত্ত জনি, ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্র ধর অর্ঘ্য, শিশু গবেষক আমিনুল মাহিন, প্রেসিডেন্ট শাহ মুহাম্মদ তানভীর আহমেদ রিমন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ত্রিদিব ধর কাব্য প্রমুখ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’