Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ২ নভেম্বর ২০২২

মহিষের চামড়ায় হাওয়া ভরে পাহাড়ি নদী পারাপার!

ছবিতে মহিষের চামড়াসহ কিছু মানুষ দেখা যাচ্ছে। যাদের একজন চামড়ায় মুখ দিয়ে হাওয়া দিচ্ছেন।

ছবিতে মহিষের চামড়াসহ কিছু মানুষ দেখা যাচ্ছে। যাদের একজন চামড়ায় মুখ দিয়ে হাওয়া দিচ্ছেন।

আধুনিক জলযান কিছুদিন আগে আসলেও ইতিহাস প্রথম জলযান প্রায় ১০০০০ বছর আগে চলেছে বলে জানা যায়। ১০ হাজার বছর ধরে নিজেদের প্রয়োজনে সামর্থ অনুযায়ী জলযান তৈরি করে সাগর, সমুদ্র, জলাশয় পাড়ি দিয়েছে মানুষ। আঠার শতকে হিমালয়ের অধিবাসীরা এক অদ্ভুত জলযান ব্যবহার করে সাগর-সমুদ্র পাড়ি দিতেন বলে ইতিহাসে পাওয়া যায়। আজকের লেখায় সেই অদ্ভুত জলযান নিয়েই কিছু কথা জানাব।

হিমালয়বাসীরা মহিষের চামড়ায় হাওয়া ভরে খরস্রোতা পাহাড়ি নদী পাড়ি দিত বলে শোনা যায়। চামড়া ছাড়ানোর পর একটি পায়ের গোড়ালির জায়গাটুকু বাদ দিয়ে বাকি খোলা জায়গাগুলো ভালোভাবে চামড়া দিয়ে সেলাই করে দিত।

মুক্ত পায়ের ছিদ্র দিয়ে বাতাস ভরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিলেই হল- একদম প্রাকৃতিক ইনফ্ল্যাটেবল বোট। ছবিতে দেখা যাচ্ছে দুইজন ব্যক্তি মুখ দিয়ে বাতাস ভরে যাচ্ছে।আর দুজন তৈরী তাঁদের গো-তরী নিয়ে, বাকিরা তৈরি হয়ে গেলেই ভেসে পড়বে খড়স্রোতা শতাদ্রুর বুকে।

আঠার শতকের গোড়ার দিকে, আমেরিকান স্কুল শিক্ষক, ভ্রমণকারী এবং ফটোগ্রাফার, জেমস রিকালটন ভারতে এসেছিলেন এবং সমগ্র উপমহাদেশ জুড়ে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন।

ফটোগ্রাফির মাধ্যমে স্থানীয়দের জীবন, সংস্কৃতি এবং রীতিনীতি নথিভুক্ত করেছিলেন তাঁর ইন্ডিয়া থ্রো স্টেরিওস্কোপ: আ জার্নি থ্রো হিন্দুস্থান বইয়ে।

বইটির লিংক: https://ia804603.us.archive.org/.../indiathroughste00rica...

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়