Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

বিনোদন ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৫:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২২

মা হতে যাচ্ছেন মাহি, দল ভারী হলো পরিমণির

পরির পর এবার মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা মাহিয়া মাহি

পরির পর এবার মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা মাহিয়া মাহি

এইতো কিছুদিন আগেই মা হয়ে চারদিকে সরগরম অবস্থার সৃষ্টি করে দিয়েছিলেন পরিমণি। পরিমণির বাচ্চা হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহুজন। এই আলোচনার মাঝেই এবার শোনা গেল মা হতে যাচ্ছেন আরেক আলোচিত নায়িকা মাহিয়া মাহি। আর মাহিয়া মাহির মা হওয়ার এ খবরে বিশেষ উচ্ছসিত পরিমণি। তিনি বলছেন, এতে দল ভারি হবে তার।  

গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে মা হওয়ার তথ্য জানিয়েছেন মাহি। ওই পোস্টে মাহি লিখেছেন, ‘আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে মাহির মা হওয়ার সংবাদে আনন্দিত পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমিন মাহিকে অভিনন্দন জানিয়ে লেখেন, কনগ্রাচুলেশন মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই…। অনেক দোয়া, অনেক ভালোবাসা।

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ