Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বিনোদন ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১৮:৪৮, ১২ অক্টোবর ২০২২
আপডেট: ১৮:৪৮, ১২ অক্টোবর ২০২২

ঋষভ পান্ত-উর্বশীর প্রেম আরও গাঢ় হয়েছে!

নেটিজেনরা বলাবলি করেন প্রেমের সম্পর্ক আছে উর্বশী ও ঋষভ পান্তের

নেটিজেনরা বলাবলি করেন প্রেমের সম্পর্ক আছে উর্বশী ও ঋষভ পান্তের

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান ঋষভ পান্ত। তার সাথে বেশকিছুদিন ধরেই জড়িয়ে আছে বলিউড অভিনেত্রী উর্বর্শী রাউতেলার নাম। নেটিজেনরা বলাবলি করেন প্রেমের সম্পর্ক আছে এই দুজনের। উর্বশী-পান্ত যদিও সরাসরি প্রেমের কথা স্বীকার করেননি কখনোই। অনেকেই মনে করেছিলেন হয়তো তাদের সম্পর্কে ফাটল ধরেছে। কিন্তু উর্বশী সম্প্রতি দিলেন একেবারে ভিন্নরকম ইঙ্গিত। বলছেন প্রেমের ইতি নয়, বরং আরও গাঢ় হয়েছে ঋষভ পান্তের সাথে তার প্রেম।

এমনকি বিয়ের ইঙ্গিতও দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের জাতীয় দলের হয়ে ঋষভ পান্তে অস্ট্রেলিয়ায় গেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। তার পিছু পিছু ক্যাঙ্গারুর দেশে উড়াল দিয়েছেন উর্বশীও।
 
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ায় যাওয়ার পর একটি ব্যতিক্রম ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে তাকে দেখা গেছে লাল শাড়ি, সবুজ ব্লাউজ আর সিঁদুরে; একেবারে ঐতিহ্যবাহী হিন্দু নারীর রূপে। এমন সাজে উর্বশীকে দেখা যায় না বললেই চলে।
 
সেই ছবি ফেসবুকে শেয়ার করে উর্বশী লিখেছেন, ‘প্রেমে পড়া প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে প্রিয় কিছু নেই। সব আচার-অনুষ্ঠান ধর্মীয় নিয়ম অনুসারেই হবে। তোমাকে সারা জীবনের জন্য পান করেছি।’

নেটিজেনদের ধারণা- হয়তো শিগগিরই ঋষভকে বিয়ে করতে চলেছেন উর্বশী। ইনস্টা পোস্টের ক্যাপশনেও একটি ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। হ্যাশট্যাগে ‘ইউআর’ লিখেছেন, যেটার দুরকম পূর্ণরূপ হতে পারে। এক, উর্বশী রাউতেলা। দুই, উর্বশী ঋষভ। তবে তিনি কোনটা বুঝিয়েছেন, সেটা অস্পষ্ট।

 এদিকে ক্রিকেট ভক্তরা উর্বশীর পোস্টে দাবি জানাচ্ছেন এখনই কিছু না করতে। বিশ্বকাপ শেষ হওয়ার পর যেন এদিকে মনোনিবেশ করেন। আপাতত ঋষভ খেলায় মনোযোগ দিক। মুন্না নামের একজন লিখেছেন, ‘দয়া করে পান্তকে ছেড়ে দাও বিশ্বকাপের জন্য’, সূর্য নামের আরেকজনের মন্তব্য, ‘এভাবে চলতে থাকলে বিশ্বকাপের বিষয় জানি না, তবে ভাইয়া-ভাবির হয়ে যাবে!’

অনুসারীদের মন্তব্যের বিপরীতে অবশ্য নীরবতা পালন করছেন উর্বশী। ঋষভ পান্তের সঙ্গে তার গল্পটা কোনদিকে মোড় নেয়, সেটা দেখার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ