Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ২৪ জুলাই ২০২০

যেসকল লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন

করোনাভাইরাসের ভয়ে এখন অনেকেই হাসপাতালে যেতে ভয় পাচ্ছেন।  ফলে অসুস্থতা বাড়লেও মানুষ হাসপাতালে যেতে চাচ্ছেন না। এমন সময় ইংল্যান্ডের চিকিৎসকেরা এমন কিছু লক্ষণের কথা জানিয়েছেন, যা টের পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

১. বুকে ব্যথা

ব্রিটেনের জেনারেল প্রাকটিশনার (জিপি) ডা. ক্যাটরিনা দ্য সানকে বলেছেন, ‘বুকের মাঝখানে অথবা বাঁদিকে চাপচাপ ব্যথা অনুভূত হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। হার্ট অ্যাটাকের আগে এমন হতে পারে।’

এ কথার মানে আবার এমন নয় যে ব্যথা হলেই আপনার হার্ট অ্যাটাক হবে। এই সতর্কতা বিশেষভাবে অনুসরণ করা উচিত যারা ধূমপান করেন, যাদের ওজন বেশি, যাদের রক্তচাপ বেশি কিংবা যাদের ডায়াবেটিস আছে।

২. কথা বলতে সমস্যা হলে

কথা বলতে সমস্যা হলে স্ট্রোকের মুখে পড়তে পারেন। ক্যাটরিনা বলছেন, ‘মাথায় প্রচণ্ড ব্যথা মনে হলে, দুহাত উপরে রাখার সক্ষমতা হারালে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক সময় চিকিৎসকের কাছে যেতে পারলে এসব ঘটনায় বড় বিপদ এড়ানো যায়।’

৩. অদম্য তৃষ্ণা

স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তৃষ্ণা পেলে সতর্ক হতে হবে। এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।

৪. হঠাৎ ঘেমে গেলে

হঠাৎ হঠাৎ চোখ, মুখ ঠোঁট, গলা এবং জিহ্বা ঘামতে শুরু করলে কোনো সংক্রমণ অথবা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।

৫. অস্বাভাবিক রক্তক্ষরণ

হঠাৎ করে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ শুরু হলে পেটের ক্যানসারের বিষয়ে সতর্ক হতে হবে।

৬. দীর্ঘস্থায়ী কাশি

৪০ বছরের বেশি বয়সী ধূমপানকারীদের টানা কাশি ফুসফুস ক্যানসারের লক্ষণ। এর কারণে ওজনও ক্রমাগত কমতে থাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়